নির্বাচন কমিশনের নতুন নির্দেশ অনুসারে, পুর-প্রশাসক পদে রাখা যাবে না কোন রাজনৈতিক ব্যক্তিত্বদের । গতকালই এমন নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন । ২০২০ সালেই বিভিন্ন পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। তবে করণা আবহে গত বছর পৌরসভা নির্বাচন করানো সম্ভব হয়নি, সেক্ষেত্রে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে এই পদগুলি থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের সরিয়ে সরকারি অফিসারদের নিয়োগ করার নির্দেশ দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ জারি করার পরপরই ইস্তফা দিয়েছেন কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিম যদিও তিনি দাবি করেছেন নির্বাচন কমিশনের ঘোষণার আগেই তিনি তার ইস্তফা পত্র জমা দিয়েছিলেন সেখানে।
বিশেষত বঙ্গ নির্বাচন ২০২১কে নিয়ে রাজ্যে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সে ক্ষেত্রে বিভিন্ন পৌরসভায় দায়িত্বে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ । তবে নির্বাচনী প্রচারে যাওয়ার কারণে নিয়মিত ভাবে পৌরসভা গুলিতে পৌছতে পারছেন না তারা । সেক্ষেত্রে পৌরসভার কাজ অব্যাহত রাখার তাগিদে এমন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।