Read Time:1 Minute, 22 Second
হাথরসকাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। বিপাকে পড়েছে যোগী সরকার। এরই মাঝে ধর্ষণ এড়ানোর নিদান দিলেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। বিধায়কের কথায়, ধর্ষণের মতো ঘটনা এড়াতে মেয়েদের ছোটো থেকে সুশিক্ষা দিতে হবে। তিনি বলেন, “সরকারের ধর্ম নিরাপত্তা দেওয়া। তবে অভিভাবকদের ছোট থেকে সংস্কার শেখাতে হবে।” রামরাজ্যে
ধর্ষণের মত ঘটনা বেড়েই চলছে। আর সেসম্পর্কে বিধায়কের বক্তব্য জানতে চান এক সাংবাদিক। তখনই বিস্ফোরক মন্তব্য করে বসেন বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত সুরেন্দ্র সিং। নাথুরাম গডসে সন্ত্রাসবাদী নয়, মহাত্মা গান্ধীকে মেরে সে ভুল করে ফেলেছে বলে গত বছর মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে। তা নিয়ে কম বিতর্ক হয়নি সেইসময়। ফের এক বিতর্কিত মন্তব্য করে যোগী ও মোদী সরকারকে চাপে ফেলে দিলেন সুরেন্দ্র সিং।
