আমরা যা করি পাল্টা তৃণমূল তাই করে: দিলীপ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 3 Second

আমরা যেটা করছি তৃণমূল সেটাই ফলো করছে, আমরা এজেন্ডা ঠিক করে দিচ্ছি তৃণমূল ফলো করছে। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর প্রসঙ্গে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, মূলত রাজ্যের তিন সাংসদের কিছু অভিযোগ শুনতেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক ছিল তাঁর। সেখানেই বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর অভিযোগ করেন, দিল্লি চলে গেলে তাঁর বাড়িতে হামলা চালানো হয়।

এদিন রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর আসা প্রসঙ্গে সাংবাদিকদের রাজ্য সভাপতি বলেন, সময় আসুক তারপরে বলা যাবে। সেইসঙ্গে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান সম্পর্কে বলেন, অনেকেই বিজেপিতে যোগ দিতে চান। কিন্তু হিংসাত্মক আক্রমণ হওয়ায় তাঁরা ভয় পাচ্ছেন। কিন্তু আমার মনে হয় কাউকে কেউ আটকাতে পারবে না।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে দিলীপ বলেন, ওঁনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখানে খাবারের অভাব হবে না। এবারে ধান খুব ভালো হয়েছে সারাদেশে। এরপরই মমতাকে আক্রমণ করেন তিনি। বলেন, কৃষি আইন নিয়ে লড়াই করছেন কৃষকরা। তাদের কষ্ট প্রধানমন্ত্রী বুঝেছেন তাই আইন পাল্টে তাদের সুরক্ষা দিয়েছেন। বাংলার কৃষকদেরও সেই সুবিধা দিতে চাইছেন। অথচ দিদিমণি তা হতে দিচ্ছেন না। ফলে কৃষকরা সব থেকে বেশি বঞ্চিত পশ্চিমবঙ্গে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পালিত হল বিবেকানন্দের ১৫৮ তম জন্মবার্ষিকী । এম ভারত নিউজ

স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বড়িশা স্বামীজি অ্যাকাদেমির পক্ষ থেকে পালন করা হল স্বামীজীর জন্মবার্ষিকী। এদিন সকালে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের সদস্যরা। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি এদিন রাজ্যের বিভিন্ন জেলাতেই সকাল থেকেই বিবেকানন্দর জন্মবার্ষিকী উপলক্ষ্যে একাধিক কর্মসূচি নেওয়া হয়। নাচ, গান, আবৃত্তি, বক্তৃতার মাধ্যমে দিনটিকে […]

Subscribe US Now

error: Content Protected