শুরু হয় গেছে ‘বব বিশ্বাস-এর শ্যুটিং । কলকাতায় শ্যুটিং-এ পৌঁছেছেন অভিষেক । মূল চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন । ছবির শ্যুটিং-এর কাজে কলকাতায় এসছেন অভিষেক । এখন রয়েছেন শোভাবাজার বি কে পালের বাড়িতে । সেখানেই হচ্ছে শ্যুটিং । কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই করোনা আবহে ছবির কাজ চলছে । এই মুহূর্তে আম জনতাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না ।
আরও বেশ কয়েকদিন ধরে চলবে ছবির কাজ । নতুন লুকে এই প্রথম তাঁকে সরাসরি দেখা গেল ।
‘কাহানি’-র বিশেষ চরিত্র বব বিশ্বাসের ভূমিকাকেই এখানে তুলে ধরা হচ্ছে বলেই মনে করা হচ্ছে । সাজ-পোশাক থেকে শুরু করে সম্পূর্ণ লুক একেবারে একই রকম । ঠিক যেমটা ‘কাহানি’-র শাশ্বতর লুক ছিল । অভিষেকের এই লুক এবং শ্যুটিং-এর ঝলক দেখে এখন সকলেই আপকামিং মুভি ‘বব বিশ্বাসে’র রিলিজের অপেক্ষায় ।

এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিদ্যা বালন, চিত্রাঙ্গদা সিং, টিনা দেসাই পাশাপাশি টলিউডের ‘রানী রাসমনি’ তারকা দিতিপ্রিয়া রায় ।
ছবির পরিচালক দিয়া অন্নপূর্ণা ঘোষ । সম্পূর্ণ বাঙালি প্রেক্ষাপটেই তৈরী হচ্ছে এই নতুন ছবি ‘বব বিশ্বাস’ ।