প্রয়াত বিহারের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং। রবিবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গত শুক্রবার এইমস-এর বেডে শুয়েই কাঁপা কাঁপা হাতে নিজের ইস্তফাপত্র রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালুপ্রসাদ যাদবের কাছে পাঠিয়েছিলেন রঘুবংশ প্রসাদ।
গত জুন মাসে করোনা আক্রান্ত

হয়েছিলেন রঘুবংশ। তারপরে পাটনার এইমসে ভর্তি করা হয় তাঁকে। সেখান থেকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়েছিল । সেখানে কোভিড পরবর্তী চিকিৎসা চলছিল তাঁর। গত কয়েক দিন থেকে হঠাৎ করেই শারীরিক অবস্থা খারাপ হয় রঘুবংশের। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় প্রবীণ এই নেতাকে। কিন্তু তাতেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রবিবার সকাল ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর। এদিন বিহারের পেট্রোলিয়াম প্রোজেক্ট নিয়ে কথা বলার সময় প্রয়াত এই নেতাকে স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিহার তথা দেশের রাজনীতিতে এক শূন্যস্থান তৈরি হল। এছাড়া তাঁর মৃত্যুতে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
