রবিবার রাজ্যে শাহ, সাজছে বাংলা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 45 Second

আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে সংগঠনের পাশাপাশি দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে আগামী রবিবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপি সূত্রে খবর, রবিবার সকালে প্রথমে অমিত শাহ যাবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর কার্যালয় বেলুড় মঠে। বেলুড় মঠ ঘুরে দেখার পরে সদর হাওড়া বিজেপি নেতৃত্বের উদ্যোগে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে দলীয় কর্মীসভায় অংশ নেবেন তিনি। এদিনের এই সভায় তৃণমূল কংগ্রেস থেকে একাধিক শীর্ষ নেতা ও বিধায়কদের বিজেপিতে যোগদানের সম্ভবনা রয়েছে ।

ডুমুরজলা সভা শেষে কপ্টারে করে উড়ে যাবেন গ্রামীণ হাওড়ার পাঁচলার অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে। এবারের সফরসূচিতে শাহ রাজাপুর থানার অন্তর্গত রঘুদেবপুর গ্রামের এক দলিত পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন।

দুপুরের আহার সেরে বিকেলে উলুবেড়িয়ার গরুরহাটা মোড় থেকে ১১ ফটক পর্যন্ত দেড় কিলোমিটার রোড শো করবেন। পরে উলুবেড়িয়া আনন্দময়ী কালী মন্দিরে পূজা দেবেন তিনি। ইতিমধ্যেই শাহের আসার প্রস্তুতিতে চূড়ান্ত ব্যস্ততা চলছে হাওড়া জেলা সদর ও গ্রামীণ বিজেপি নেতৃত্বের মধ্যে।

ইতিমধ্যেই হাওড়ার উলুবেড়িয়ার একাধিক জায়গায় অমিত শাহের সফরের সর্মথনে বিজেপি কর্মীরা দেওয়াল লিখনের কাজ শুরু করেছে। বুধবার উলুবেড়িয়ার দেওয়াল লিখন কাজে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার প্রাক্তন সভনেত্রী পাপিয়া মণ্ডল।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রী রঘুদেবপুর গ্রামের যে দলিত পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন, সেই বাড়ির আশপাশেও চলছে সৌন্দর্যায়নের কাজ। সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ত জেলার বিজেপি নেতৃত্ব। সেইসঙ্গে শাহের এবারের বঙ্গ সফরে এসে কর্মীদের কী নির্দেশ দেন সেদিকেই তাকিয়ে সবমহল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আজ সৌরভের হৃদযন্ত্রে অস্ত্রোপচার, তত্ত্বাবধানে দেবী শেট্টি । এম ভারত নিউজ

গতকাল অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ দেবী শেট্টির তত্ত্বাবধানেই বসানো হবে স্টেন্ট । ইতিমধ্যে হাসপাতাল এর তরফ থেকে খবর দেওয়া হয়েছে,চিকিৎসক সপ্তর্ষি বসু ও সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে রয়েছেন মহারাজ। গতকাল দুপুরের দিকে হঠাৎ করেই বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করেন সৌরভ গঙ্গোপাধ্যায় তারপর তাঁকে […]

Subscribe US Now

error: Content Protected