দিনভর কোথায় কোথায় ঘুরলেন মার্টিনেজ? জেনে নিন। এম ভারত নিউজ

admin

কাতার বিশ্বকাপ ফাইনালে ট্রাইব্রেকারের নায়ক শুধু বন্দিত নন, সমালোচিত। ফাইনাল ম্যাচে প্রতিপক্ষের উদ্দেশে তাঁর শারীরিক অঙ্গভঙ্গী, গোল্ডেন গ্লাভস হাতে দৃষ্টিকটূ সেলিব্রেশন সমালোচনার জন্ম দিয়েছিল।

0 0
Read Time:3 Minute, 6 Second

এমি জ্বরে কাপছে তিলোত্তমা। গত সোমবার কলকাতায় এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। উত্তর থেকে দক্ষিণে যেখানেই গিয়েছেন তাঁকে একবার ছুঁয়ে দেখার, সেলফি তোলার হিড়িক। কাতার বিশ্বকাপ ফাইনালে ট্রাইব্রেকারের নায়ক শুধু বন্দিত নন, সমালোচিত। ফাইনাল ম্যাচে প্রতিপক্ষের উদ্দেশে তাঁর শারীরিক অঙ্গভঙ্গী, গোল্ডেন গ্লাভস হাতে দৃষ্টিকটূ সেলিব্রেশন সমালোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে সোনার দস্তানা হাতে উদযাপন। তাতে থোড়াই কেয়ার মেসির আদরের ডিবুর। বুধবার শ্রীভূমি থেকে স্মারক হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘গোল্ডেন গ্লাভ’ পুরস্কার। মন্ত্রী সুজিত বসুর হাত থেকে পুরস্কার নিয়ে সেই বিতর্কিত ভঙ্গি করে দেখালেন এমি। যা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ল জনতা।

এদিন সকাল সকাল বাইপাসের ধারে মারাদোনার মূর্তিতে সবার প্রথমে মালা দিয়ে শ্রদ্ধা জানান। এরপর হুডখোলা গাড়িতে চাপেন। তবে ভিড়ের চাপে জিপের চাকা গড়ানোর জায়গা ছিল না। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ কলকাতায় এসে হয়ে গেলেন কলকাতার বাঙালি বাবু৷ সর্ষে ইলিশ এবং ডাব চিংড়ি খেলেন কব্জি ডুবিয়ে৷ মঙ্গলবার মার্টিনেজের মেগা ইভেন্টের পর স্পন্সরদের এক অনুষ্ঠানে বাঙালি খাওয়ায় মজলেন।

লাগাতার অনুষ্ঠানে যোগ দিলেও বিন্দুমাত্র বিরক্ত কিংবা ক্লান্ত নন মার্টিনেজ। সেলফি তোলা থেকে বল ও জার্সিতে অটোগ্রাফ দেওয়া- সব আবদারই মেটালেন হাসি মুখে। সঙ্গে জানিয়ে গেলেন, আবার আসবেন কলকাতায়। এমি জানিয়ে দিয়েছেন, কলকাতায় এসে তাঁর এতটাই ভাল লেগেছে, তিনি পরেরবার মেসিকে সঙ্গে করে নিয়ে আসবেন। এই কথা শুনে সারা মাঠ করতালি দিয়ে উঠেছে। শুধু তাই নয়, মেসিকে নিয়ে এসে আর্জেন্টিনা জার্সি পরে কলকাতা মাঠে ফুটবলও খেলবেন। সেটিও বলে গিয়েছেন।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জল্পনার ইতি দেবের সঙ্গে সৃজিতের 'গাঁটছড়া', সঙ্গী রুক্মিণীও! এম ভারত নিউজ

একসঙ্গে কাজ করতে চলেছেন দুই তারকা। সেই খবর জানালেন সকলের সঙ্গে ভাগ করে নিলেন তাঁরা।

Subscribe US Now

error: Content Protected