0
0
Read Time:1 Minute, 3 Second
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে তাঁর স্ত্রী সহ ও ১১ জন সেনা কর্মীর। আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হল তাঁর । দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কয়ারের শ্মশানে একই চিতায় পাশাপাশি শোয়ানো হল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর মধুলিকার দেহ ৷ পূর্ণ সামরিক মর্যাদায় বিদায় জানানো হল এই দেশনায়ক এবং তাঁর সহযোদ্ধাকে । সমগ্র নিয়ম মেনে শেষকৃত্য সারেন ক্যাপ্টেন রাওয়াতের দুই মেয়ে কৃতিকা এবং তারিনি । সতেরোটি তোপধ্বনিতে দেশের প্রথম সিডিএস-কে বিদায় জানানো হয় ।