Read Time:1 Minute, 12 Second
সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সংগীত শিল্পী নির্মলা মিশ্র । দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত সমস্যায় ভুগছেন গায়িকা। গতকাল রাত্রে তাঁকে সাউদার্ন এভিনিউর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গেছে, গায়িকার শারীরিক অবস্থা আজ অনেকটাই স্থিতিশীল । আজই তাঁর কোভিড পরীক্ষা করানোর কথা রয়েছে ।

গতকাল রাত্রে আচমকাই রক্তচাপ নেমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হয় তাঁর পরিবার । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, প্রবীণ শিল্পীর স্ট্রোক ও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। এই প্রথম নয় ২০২০ র জুলাইতেও শারীরিক অবস্থার অবনতির জন্য তাঁকে হাসপাতালে্র দ্বারস্থ হতে হয়েছিল । এই মুহূর্তে তিনি ডাক্তারদের স্বকীয় তত্ত্বাবধানেই রয়েছেন ।