নজরে বীরভূম, ওড়িশার পরই লালমাটির দেশে বৈঠক মমতার। এম ভারত নিউজ

Mbharatuser

ওড়িশা থেকে ফিরেই কেষ্টহীন বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের

0 0
Read Time:2 Minute, 26 Second

মুর্শিদাবাদের নেতৃত্বকে ভার্চুয়াল বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সব জেলার সঙ্গেই বৈঠক করবেন তিনি। কিন্তু কয়েকটি কর্মসূচি নিয়ে তিনদিনের সফরে আজ ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক আছে। তারপর পুরীতে জগন্নাথ মন্দির দর্শন করবেন। আর ওড়িশা থেকে ফিরেই কেষ্টহীন বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

অনুব্রত মণ্ডল এখন দিল্লিতে। আজ ইডি হেফাজত শেষ হচ্ছে। এবার কি তবে তিহাড় জেলে যাবেন তিনি? এই নিয়ে জল্পনা চলছেই। তবে এখনও তিনিই জেলার সভাপতি আছেন। কিন্তু কেষ্ট এই জেলায় উপস্থিত না থাকায় বিজেপি এখানে ঢুকে পড়তে চাইছে। শুক্রবার কালীঘাটের বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, প্রত্যেক সপ্তাহে তিনটি জেলার সঙ্গে বৈঠক করবেন তিনি। রবিবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো। আর চলতি সপ্তাহেই বীরভূম জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক বসতে পারেন তিনি বলে সূত্রের খবর।

বৃহস্পতিবার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরবেন। আর শুক্রবারই বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। একই সঙ্গে তিনি মন্ত্রী চন্দ্রনাথ সিহা, বিধায়ক অভিজিৎ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে জেলা সংগঠন দেখভালের দায়িত্ব দিয়েছেন।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বঞ্চনার অভিযোগ, দিল্লিতে ধর্নায় মুখ্যমন্ত্রী। এম ভারত নিউজ

এদিন সিবিআই, ইডির তৎপরতা নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী

Subscribe US Now

error: Content Protected