আগামীকাল থেকে ভক্তদের জন্য ফের খুলছে তারকেশ্বর মন্দির। এম ভারত নিউজ।

user
0 0
Read Time:2 Minute, 36 Second

ভক্তদের জন্য সুখবর, রাজ্যে করোনা সংক্রমনের মাত্রা ক্রমাগত নিম্নগামী হওয়ায় এবার পুনরায় খোলা হচ্ছে তারকেশ্বর মন্দির। জানা যাচ্ছে আপাতত, মন্দিরের সবকটি গেটের মধ্যে মাত্র দুটি গেট খোলা হবে এবং মন্দিরে প্রবেশের জন্য সকল দর্শনার্থীদের করোনা বিধি সম্পর্কিত সরকারি গাইডলাইন মেনে চলতে হবে। পাশাপাশি তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মন্দির খোলা হলেও এখনই গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছেনা দর্শনার্থীদের। মূলত চোঙের মধ্যে জল ঢালতে হবে দর্শনার্থীদের। কারণ গর্ভগৃহে প্রবেশ করে বাবার মাথায় জল ঢালতে গেলেই সেখানে ভিড় জমায় সম্ভাবনা থেকে যায়। আর সেই ঝুঁকি এড়াতে এবার চোঙের মাধ্যমেই জল ঢেলে নিজেদেরকে সন্তুষ্ট করতে হবে বলেই জানালেন কর্তৃপক্ষ ।মানতে হবে সামাজিক দূরত্ব, ব্যবহার করতে হবে মাস্ক এবং স্যানিটাইজার। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই রাজ্যে বেলাগাম করোনা সংক্রমনের কথা মাথায় রেখেই সমস্ত জনবহুল স্থান তথা মন্দির ,মসজিদসহ সমস্ত ধর্মীয় উপাসনা গৃহ গুলি অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের উদ্দেশ্যে বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের খুলে দেওয়া হচ্ছে তারকেশ্বর মন্দির। এর আগেও করোনাভাইরাসের তাণ্ডবের কারণেই বন্ধ রাখা হয়েছিল এই মন্দির তবে দর্শনার্থীদের কথা মাথায় রেখেই পুনরায় মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হল ইতিমধ্যেই। যদিও করোনা সংক্রমণ যাতে কোনোভাবেই ছড়াতে না পারে সেদিকে সম্পূর্ণ নজরদারি চালাতে হবে মন্দির কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত আধিকারিকদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

১০ই জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হল ঝাড়খণ্ডের কার্যত লকডাউনের। এম ভারত নিউজ

বর্তমানে ঝাড়খণ্ডের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ঝারখন্ড সরকারের তরফ থেকে আগামী ১০ই জুন পর্যন্ত কার্যত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করা হল। যদিও অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই কার্যত লকডাউনের ঘোষণা করা হলেও এইক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধে শিথিলতা আনা হয়েছে সরকারি নির্দেশ অনুসারে। গত ২৪ এপ্রিল সর্বপ্রথম কার্যত লকডাউন ঘোষণা […]

Subscribe US Now

error: Content Protected