বঞ্চনার অভিযোগ, দিল্লিতে ধর্নায় মুখ্যমন্ত্রী। এম ভারত নিউজ

Mbharatuser

এদিন সিবিআই, ইডির তৎপরতা নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী

0 0
Read Time:2 Minute, 13 Second

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এ বার দিল্লিতে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ এবং ৩০ মার্চ আম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসবেন তিনি। ১০০ দিনের কাজের বকেয়া টাকা-সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সেই দাবি আদায়েই ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ওড়িশা যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, “ধর্নায় বসব, আমি মুখ্যমন্ত্রী হিসাবেই বসব। রাস্তার কাজ, আবাসের কাজ, ১০০ দিনের কাজ, গরিব মানুষের ৭ হাজার কোটি টাকা বাকি রয়েছে। কাজ করিয়ে টাকা দেয়নি। কেন্দ্রীয় বঞ্চনা এবং লাঞ্ছনার প্রতিবাদে তাই আমি ধর্নায় বসব। ২৯ তারিখ বেলা ১২টায় বসব আবার পরের দিন ৩০ তারিখ সন্ধ্যাবেলা শেষ করব। তারপর ব্লকে ব্লকে কর্মসূচি হবে।”

এদিন সিবিআই, ইডির তৎপরতা নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বঙ্গ বিজেপিকে একহাত নেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার প্রাপ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। অমিত শাহ যখন এসেছিলেন তাঁকে বলেছি। বারবার কেন্দ্রকে চিঠি পাঠিয়েছি। কিন্তু কিছু হয়নি। কেবল বিজেপির কথায় এক-একটা টিম পাঠিয়ে দিচ্ছে। সিবিআই, ইডি পাঠিয়ে দিচ্ছে। যেন সিবিআই ওদের প্রেসিডেন্ট। ইডিও বিজেপির প্রেসিডেন্ট।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তদন্তে অয়ন ঘনিষ্ঠ শ্বেতার নাম, ইডির হাতে নয়া তথ্য! এম ভারত নিউজ

শ্বেতার একটি গাড়ি কেনার সময় বেশ কিছু টাকা দিয়েছিলেন অয়ন

Subscribe US Now

error: Content Protected