বিজেপির অভিযোগের পাল্টা জবাব দিল তৃণমূল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

উপনির্বাচনের আগেই রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি পুজো কমিটিকে ৫০,০০০ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। সূত্রের খবর, এই বিষয়ে কমিশনের কাছে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলেছিল বিজেপি। এরপরেই ভবানীপুর-সহ তিন কেন্দ্রে উপনির্বাচনের আগে দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে প্রশ্ন তোলে নির্বাচন কমিশন। এর ফলে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হচ্ছে কিনা সে বিষয়েই জানতে চেয়েছিল কমিশন। এবার রাজ্যের তরফ থেকে এই ব্যাপারে উত্তর পাঠানো হল কমিশনে। রাজ্যের তরফ থেকে উত্তর দিয়েছেন স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা।

মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের ৩৬০০০ পুজো কমিটিকে ৫০০০০ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। এরপরেই বিজেপির পক্ষ থেকে বিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়। তারই ভিত্তিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে চিঠি পাঠানো হয়। আসন্ন ভোটের আগে এই ধরনের অনুদানের ফলে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে কিনা সেই প্রশ্নই করা হয় চিঠিতে। এবার সেই চিঠির জবাব দিলেন স্বরাষ্ট্র সচিব।

আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচন লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও চলবে ভোট গ্রহণ পর্ব। বুধবার স্বরাষ্ট্র সচিব এই প্রেক্ষিতে নির্বাসন কমিশনকে জানান, এই তিন কেন্দ্রের কোন পুজো কমিটিকেই অনুদান দেওয়া হচ্ছে না সরকারের তরফ থেকে। এমনকি পুজো কমিটিদের নিয়ে আয়োজিত মিটিংয়েও ওই তিন কেন্দ্র থেকে কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না এমনটাই জানিয়েছেন তিনি

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মহিলা ক্রিকেটে ফতোয়া জারি তালিবানের । এম ভারত নিউজ

তালিবানরা আফগানিস্তান দখলের পর থেকেই সেদেশের নারী অধিকারে নেমে এসেছে চরম অন্ধকার। মহিলাদের উপর জারি হয়েছে বিভিন্ন ফতোয়া। এবার মহিলা ক্রিকেটেও নেমে এলো তালিবানি কোপ। মহিলাদের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা জারি করল তালিবান। এ বিষয়ে অস্ট্রেলিয়ার টেলিভিশনে এক সাক্ষাৎকারে তালিবান সাংস্কৃতিক মন্ত্রী আমলা আহমেদুল্লাহ ওয়াশিক বলেন, “আমার মনে হয় না মহিলাদের […]

Subscribe US Now

error: Content Protected