একুশের আগে বড় ধাক্কা ঘাসফুল শিবিরে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দফতরে যোগদান করেন তিনি। শুক্রবার সকালে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে দিল্লি উড়ে যান তিনি। এরপরই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে শুরু হয় জল্পনা। আর সেই জল্পনা সত্যি হল সন্ধ্যায় মিহিরের যোগদানের সময়।

এদিন তাঁর যোগদান পর্বে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক সহ দলের অন্যান্য কেন্দ্রীয়নেতৃত্ব।

যোগদানের পর মিহিরবাবু বলেন, “রাজ্যে যে অনাচার চলছে, দুর্নীতি চলছে, ঠিকাদারের রাজত্ব কায়েম হয়েছে, তার প্রতিবাদে আমার এই গুরুতর সিদ্ধান্ত।” পাশাপাশি বিজেপি-তে যোগদানের সিদ্ধান্তকে ধর্মযুদ্ধ বলে মন্তব্য করেন তিনি। সেইসঙ্গে আশাবাদী মিহির বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা উত্তরবঙ্গের মানুষ সুদিন পাব”।

কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। বিধায়কের মান ভাঙাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁর বাড়ি যান। তাতেও বরফ গেলি। এসবের মধ্যে বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত ১০ বছর ধরে তিনি দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করেও যোগ্য সম্মান পাননি। তাঁর আরও অভিযোগ, দলীয় নেতৃত্ব তাঁর আর্জিতে গুরুত্ব না দিয়ে বরং প্রশ্রয় দিয়ে গিয়েছেন। এরপরই শুক্রবার সকালে দিল্লি উড়ে যান তিনি। আর তিনি দিল্লির পথ ধরতেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটা স্পষ্ট হয়ে যায়। বিকেলে তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেন মিহিরবাবু। সঙ্গে জারি করেন এক বিবৃতি।