ব্যাডমিন্টন স্কুলে ছাত্রবৃত্তির ঘোষণা গোপিচাঁদের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 32 Second

স্বপ্ন প্রকৃত ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে ওঠার ,আর সেই স্বপ্নকে সত্যি করতে এবার এগিয়ে এলেন ভারতীয় প্রধান কোচ পুলেলা গোপিচাঁদ। স্পোর্টস স্কুল ব্যাডমিন্টন আ্যাকাডেমী ও তার প্রযুক্তিগত অংশীদার ব্যাডমিন্টন গুরুকুল একত্রে ব্যাডমিন্টন খেলায় ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে জাতীয় বৃত্তি কর্মসূচির ঘোষণা করলেন আজ। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে , এই দুই সংস্থা মিলিত উদ্যোগে আগামী দিনে ব্যাডমিন্টনকে প্রকৃত পেশা হিসেবে গড়ে তুলতে ছাত্র-ছাত্রীদের ১০০% ছাত্র বৃত্তি দেওয়া এবং প্রয়োজনীয় সর্বোচ্চ প্রশিক্ষণ সম্পন্ন করানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষায় কোন আপস না করে খেলায় সাফল্যের দক্ষতা অর্জন এবং প্রতিভা অর্জনকারী শিক্ষার্থীদের ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। একটি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বেছে নেওয়া হবে ছাত্র বৃত্তির জন্য । প্রতি বছর পাঁচ জন শিক্ষার্থী ১০০ শতাংশ এবং ২৫-৭৫ শতাংশ বৃত্তি পাবেন।

গোপিচাঁদ তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ব্যাডমিন্টন গুরুকুল মূলত এমন একটি উদ্যোগ যা শারীরিক সাক্ষরতার প্রচার ও সংগঠিত ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে উন্নত মানের কোচিংয়ের মাধ্যমে ইতিবাচক খেলার অভিজ্ঞতা তৈরি করার ধারণা নিয়ে শুরু করা হয়েছে।” এছাড়াও তিনি বলেন, এটি একটি পেশাদারী শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে প্রাথমিক, মধ্যবর্তী এবং পেশাদারী পর্যায়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেওয়া হবে এবং একই সঙ্গে তরুণ ব্যাডমিন্টন উৎসাহীদের জন্য পূর্ণ-নির্দেশিকা নিশ্চিত করবে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মাকড়সার জালে মোড়া অস্ট্রেলিয়া, রহস্য কি ? । এম ভারত নিউজ

অস্ট্রেলিয়ার আকাশে মাকড়শার জালের রহস্য। এই কিছু সময় আগেই শেষ হয়েছে অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া প্রবল দুর্যোগ। ঝড় বৃষ্টির পরে ঝকঝকে সকাল দেখেছে ভিক্টোরিয়া। কিন্তু এই ভালো সময় টিকলো না বেশিক্ষণ। গিপ্সল্যান্ড এলাকার মানুষ দেখতে পেলেন যতদূর দেখা যায় সমস্ত আকাশ জুড়ে বিশাল জাল বিছিয়ে রয়েছে। সমস্ত এলাকা এই জালে ঢাকা […]

Subscribe US Now

error: Content Protected