Read Time:1 Minute, 7 Second
করোনাকে জয় করে বাড়ি ফিরলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে আপাতত চিকিৎসকদের পরামর্শ মত বাড়িতেই থাকবেন। মঙ্গলবার তাঁকে হাসপাতাল আনতে যান বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্বরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপের পরামর্শ, সংক্রমণ এখনও কমেনি, তাই সুরক্ষিত থেকে পুজো উপভোগ করুন। করোনা আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন দিলীপবাবু। বিজেপির নবান্ন অভিযানের পরই জয় বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ অসুস্থ হয়ে পড়েন। এরপরই নিজেকে ঘরবন্দি করে ফেলেন দিলীপ ঘোষ। তবে বর্তমানে জ্বর সহ অন্যান্য উপরে না থাকায় চিকিৎসকরা তাঁকে ছুটি দিয়ে দেন।
