ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় রোনাল্ডো, ৫৭৯ কোটির ক্ষতিপূরণ দাবী সুপার মডেলের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 48 Second

আবারও শিরোনামে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এবার ফুটবল নয়,কারণটা খানিক চমকে দেওয়ার মতই বটে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছ থেকে ৫৬ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবী করেছেন প্রাক্তন ক্যাথরিন মায়োর্গা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৭৯ কোটি টাকা। ২০০৯ সালে ক্যাথরিনকে নাকি ধর্ষণ করেছিলেন রোনাল্ডো, এমনই অভিযোগ এনেছেন তিনি। ব্রিটিশ এক সংবাদসংস্থা সূত্রে খবর,” অতীতের যন্ত্রণা এবং কষ্টের জন্য ১৮ মিলিয়ন, ভবিষ্যতের যন্ত্রণা ও কষ্টের জন্য এবং বাকি শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ১৮ মিলিয়ন পাউন্ড দাবী করেছেন ওই সুপার মডেল”। এর পাশাপাশি আইনি খরচ হিসেবে ১.৪ মিলিয়ান পাউন্ড দাবী করেছেন ৩৭ বছর বয়সী মহিলা। ক্যাথরিনের দাবী করা অর্থ রোনাল্ডোর দুবছরের আয়ের সমান বলেই জানা যাচ্ছে।

প্রাক্তন সুপারমডেল ক্যাথরিনের অভিযোগ, পর্তুগালের তারকা ফুটবলার রোনাল্ডো নাকি ধর্ষণ করেছেন তাঁকে। তিনি জানান ২০০৯ সালে লাস ভেগাসের একটি নাইট ক্লাবে আলাপ হয় তাঁদের। এরপরই সেই রাতে হোটেলের একটি ঘরে তাঁকে ধর্ষণ ও যৌন নির্যাতন করেন রোনাল্ড। যদিও নিজের ওপর আসা এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন রোনাল্ডো। তিনি বলেন ” এই অভিযোগকে আমি একেবারেই মানছিনা। ধর্ষণ একটি অত্যন্ত ঘৃণ্য অপরাধ। আমি তা কখনও করতেই পারিনা।”

সূত্রের খবর ২০১০ সাল নাগাদ ব্যাপারটিকে মিটিয়ে নিতে ২৭০০০০ পাউন্ড নিয়েছিলেন ক্যাথরিন। কিন্তু বছর তিনেক পরই আবার সমস্ত মামলাটি খুঁচিয়ে তোলেন তিনি। ক্যাথরিন জানান যে তাঁর লিগ্যাল টিম ৬০ জনেরও বেশি প্রত্যক্ষদর্শী জোগাড় করেছে এই মামলায়। এই তালিকায় রয়েছেন তারকা জ্যাসমিন লেনার্ড। ১০ বছর আগে ক্রিশ্চিয়ানো এবং ক্যাথরিন ডেট করতেন বলেই দাবী করেছেন লেনার্ড।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা রুখতে স্বাস্থ্য দপ্তর ও বেসরকারী সংস্থার উদ্যোগে খোলা হল নতুন অক্সিজেন পার্লার । এম ভারত নিউজ

রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে করোনা সংক্রমন। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল রাজ্য। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে অক্সিজেন সংকট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে অক্সিজেন সংকট মেটাতে বেসরকারী সংস্থার সঙ্গে হাতে হাত রেখে অক্সিজেন পার্লার উদ্বোধন করল স্বাস্থ্য দপ্তর। ২৫বেডের নতুন এই অক্সিজেন পার্লার শুরু হতে চলেছে আলিপুরের উত্তীর্ন ভবনে। রাজ্যে […]

Subscribe US Now

error: Content Protected