করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব, আর এরই মধ্যে ভারতের পাঁচটি রাজ্যে সংক্রমণের হার ক্রমাগত ঊর্ধ্বগামী। এরমধ্যে শীর্ষ তালিকায় শুরুর দিকেই নাম লিখিয়েছে মহারাষ্ট্র। গতকাল দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৯০ হাজার ৷ মৃত্যু হয়েছে ৫০০ এর বেশি।গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯২,৯৪৩ ৷ এমন পরিস্থিতিতে ফের লকডাউন ঘোষণা করা হতে পারে বলেই জানানো যাচ্ছে এখনো পর্যন্ত। পাশাপাশি বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত লকডাউন এবং নাইট কারফিউ জারি করা হয়েছে । গতকাল অব্দি সুস্থ হয়ে উঠেছেন ৬০,০৪৪ জন৷ এর আগে ১৬ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়েছিল ৯৭৮৬০ যা একদিনে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৷ শনিবার মহারাষ্ট্রে কোভিড-১৯ এর ৪৯,৪৪৭ কেস সামনে এসেছে যা এখনও পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি ৷ সে ক্ষেত্রে এর জেরে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৫৩,৫২৩ ৷ সংক্রমণ থেকে ২৭৭ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা হয়েছে ৫৫,৬৫৬ ৷ মহারাষ্ট্র সরকারের তরফ থেকে খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে জিম এবং মাল্টিপ্লেক্সগুলি । শুধুমাত্র মুম্বইতেই ৯,০৯০ জন সংক্রমিত। করোনা অতিমারীর মধ্যে গত বছর এবং চলতি বছর মিলিয়ে এখনও পর্যন্ত বাণিজ্য নগরীতে একদিনে এই পরিসংখ্যান সর্বাধিক। রাজ্যে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪,০১,১৭২। অন্যদিকে, তার মধ্যে মুম্বইয়ে অ্যাক্টিভ কেস ৬২,১৮৭। শুক্রবার গভীর রাতে টুইটে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বার্তা, ‘ঘোষণা না করলেও আমি রাজ্যে সম্পূর্ণ লকডাউন নিয়ে সকলকে সতর্ক করছি। আগামী দু’দিন আমি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করব। বিকল্প না থাকলে লকডাউনের পথেই হাঁটতে হতে পারে।’
ফের বন্ধ হতে চলেছে জিম-মাল্টিপ্লেক্স ? । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 36 Second