বাঙালি বৈজ্ঞানিককে সম্মান জানাল ‘গুগল’ । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 54 Second

গুগলের পক্ষ থেকে সম্মাননা বাঙালি গবেষক এবং ম্যাথামেটিশিয়ান সত্যেন বোসকে। আজ গুগল খুলতেই একটি বিশেষ ডুডল আমাদের চোখে পড়ছে। আসলে বোস-আইনস্টাইন সংখ্যাতত্ত্বের জন্য আজ গুগলের তরফে একটি বিশেষ ক্রিয়েটিভ ডুডল তৈরি করে সম্মান জানানো হয়েছে সত্যেন্দ্রনাথ বসুকে। সত্যেন্দ্রনাথ বসু, এক উজ্জ্বল জ্যোতিষ্ক। মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বিষয়টি আজ খুব সাবলিল হলেও একটা সময় তা ছিল বিস্ময়কর। আর এই বিস্ময়কর বিষয়টি ঘটিয়েছেন যাঁরা তাঁদের মধ্যে অন্যতম হলেন সত্যেন্দ্রনাথ বসু। বাংলা তথা ভারতবর্ষের একজন প্রবাদপ্রতিম বিজ্ঞানী, অধ্যাপক, এবং সর্বোপরি মাতৃভাষায় বিজ্ঞান চর্চার একজন বলিষ্ঠ প্রবক্তা। গাণিতিক পদার্থবিজ্ঞানকে পাথেয় করে তিনি শুধুমাত্র দেশ নয় বিশ্বের দরবারে হয়ে উঠেছেন অনন্য। নানান গবেষণা ছাড়াও দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। তবে আজ যে কারণে গুগল তাঁকে সম্মান জানাচ্ছে সেই বিষয়ে আসুন জানা যাক- ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালীন সময়ে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তেজস্ক্রিয়তা নীতি ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞানের সাহায্য ছাড়াই প্রতিপাদন করে তিনি একটি প্রবন্ধ রচনা করেন এবং সদৃশ কণার সাহায্যে দশার সংখ্যা গণনার একটি চমৎকার উপায় উদ্ভাবন করেন। তবে ঔপনিবেশিক পরিস্থিতিতে সেই প্রবন্ধটি প্রকাশের প্রাথমিক চেষ্টায় ব্যর্থ হয়ে তিনি সরাসরি আরেক প্রবাদপ্রতিম বিশ্ব বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কাছে সেটি প্রেরণ করেন। আইনস্টাইন সেই প্রেরিত প্রবন্ধের তত্ত্বকে পরমাণু গবেষণায় প্রয়োগ করলে যা উঠে আসে, তা বর্তমানে বোস-আইনস্টাইন সংখ্যাতত্ত্ব নামে সুপরিচিত। এরপর স্বয়ং আলবার্ট আইনস্টাইন সত্যেন বসুর সেই প্রবন্ধটি জার্মান ভাষায় অনুবাদ করে একটি বৈজ্ঞানিক পত্রিকায় প্রকাশ করলে বিশ্বের কাছে এই বাঙালি বিজ্ঞানীর প্রতিভা প্রতিভাত হয়ে ওঠে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জামাই ষষ্ঠীতে সেলিব্রিটির সেলিব্রেশন । এম ভারত নিউজ

আজ সকাল থেকেই জামাই ষষ্ঠীর ধুম রাজ্যজুড়ে। আজকের দিনটা কেমন কাটালেন বাঙালি সেলেবরা, জানুন। বিশেষ বন্ধু শোভন চট্টোপাধ্যায়কে গোলপার্কে বাড়িতে পঞ্চব্যাঞ্জন সাজিয়ে দেন তিনি । রুপোর থালায় মিষ্টির পাশাপাশি ছিল রুপোর গ্লাসেই জল। মিষ্টির পরে মূল ভোজ। যেখানে মাছ, মাংসের পাশাপাশি ছিল নিরামিষ তরকারিও। বোইশাখীর মা অসুস্থ থাকায় তাঁর নির্দেশেই […]

Subscribe US Now

error: Content Protected