করোনা সংক্রমনের গ্রাফ নিম্নগামী, বাড়ছে সুস্থতার হার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 10 Second

গত কয়েক দিনে করোনা সংক্রমনের গ্রাফ স্বভাবতই চিন্তায় ফেলছিল দেশবাসীকে। মূলত করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছিল তৃতীয় ঢেউ। চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছিল, আরও বেশ কিছুটা ভয়ঙ্কর হতে পারে দ্বিতীয় ঢেউ।যদিও পরবর্তীতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক জানিয়েছিলেন, ভারতে করোনা সংক্রমণ ইতিমধ্যেই এন্ডেমিক পর্যায়ে পৌঁছেছে। তবে তার ভয়াবহতা ঠিক কতটা হবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত বুলেটিন অনুসারে জানা গেছে, গত ২৪ ঘন্টায় দেশের করোনা সংক্রমনের সংখ্যা বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহায়তা করল সাধারণ মানুষকে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ২২২ জন। যা পূর্ববর্তী দিনের তুলনায় বেশ কিছুটা কম।

প্রসঙ্গত উল্লেখ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত বুলেটিন অনুসারে দেশে করোনামুক্ত হয়েছেন ৪২ হাজার ৯৪২। এখনও পর্যন্ত সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৮৪৩ । জানা যাচ্ছে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জনের। পাশাপাশি এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯২ হাজার ৮৬৪।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কাটোয়ায় হবে না তাপবিদ্যুৎ কেন্দ্র , বললেন তৃণমূল বিধায়ক । এম ভারত নিউজ

কাটোয়ার জমি অধিগ্রহণ নিয়ে ফের তরজা। কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন এনটিপিসি র থেকে জমি নিয়ে রাজ্য সরকার গড়ে তুলুক তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই নিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী কে চিঠি পাঠালেন বিধায়ক। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কেন্দ্র এই জমি নিয়ে কোনো বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে পারে। […]
News_1220

Subscribe US Now

error: Content Protected