
জোর কদমে চলছে ভোটের প্রচার|বালুরঘাটে প্রচারে বেরিয়েই বিজেপির ‘গোলি মারো স্লোগান’|সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করেই এই স্লোগান, যদিও জেলার বিজেপি নেতৃত্ব এই বিষয়ে কিছুই জানেন না বলে জল্পনা উড়িয়ে দিয়েছেন| দিল্লী হিংসার পর থেকে প্রায়শই কেন্দ্রের নেতা মন্ত্রীদের মুখ থেকে গোলি মারো স্লোগান শোনা যাচ্ছে, সে নিয়ে বিতর্ক কিছু কম হয়নি| কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে শনিবার বিজেপির মনোনয়ন দাখিল কে কেন্দ্র করে বালুরঘাটে গোলি মারো স্লোগান শোনা যায়, তাও সেটা সংবাদমাধ্যকে উদ্দেশ্য করে|দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট প্রশাসনিক ভবনের সংশ্লিষ্ট দপ্তরে অশোক লাহিড়ী,মানস সরকার,বুধরাই টুডু এবং সত্যেন পাল মনোনয়ন জমা দিতে আসা নিয়ে একটি মিছিল হয়| পুলিশ জেলা প্রশাসনিক এলাকার নির্দিষ্ট জায়গায় মিছিল টি আটকে দেয়, তখনই প্রার্থীরা জেলা প্রশাসনিক ভবনের সংশ্লিষ্ট দপ্তরের যান মনোনয়ন দাখিল করতে| আর সেই সময়ই বিপত্তি বাঁধে,বিজেপি নেতা কর্মীরা ‘গোলি মারো মিডিয়া’ কে স্লোগান দেয়| সংবাদমাধ্যমের প্রতিনিধিরা স্লোগানের তীব্র প্রতিবাদ করে, পরিস্থিতি সামাল দিতে তৎপর হন বিজেপি নেতৃত্ব|স্লোগানের বিষয়ে বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন জানান – ‘স্লোগানের বিষয়ে কিছু জানা নেই, দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ’|