কলকাতার আকাশেই চক্কর কাটল বায়ুসেনার যুদ্ধবিমান। বৃহস্পতিবার ও শুক্রবার কলাইকুন্ডার বিমানঘাঁটি থেকে দুটি হক যুদ্ধবিমান কলকাতা বিমানবন্দরে এসে একাধিক বার মহড়া দিয়ে গেল।
আপৎকালীন ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার স্বার্থেই এই মহড়া বলে মনে করা হচ্ছে। যদিও বায়ুসেনার তরফে জানানো হয়েছে, কোনও বিশেষ উদ্দেশে মহড়া হয়নি। মূলত বায়ুসেনার বিমানচালকদের অসামরিক বিমানবন্দর থেকে ওঠানামায় সড়গড় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লিখিত ওই দু দিন বায়ুসেনার জোড়া হক যুদ্ধবিমান কলকাতা থেকে রওনা দেয় কলাইকুন্ডার আকাশে। সেখানে মহড়া দিয়ে ফের ফিরে আসে কলকাতা বিমানবন্দরে।
একদিকে যখন পূর্ব লাদাখের হাওয়া গরম তখন এই যুদ্ধবিমানের মহড়া কি তবে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। সে বিষয়ে পরিস্কার না হলেও এদিন কলকাতা ছাড়াও অন্ডাল ও উত্তর-পূর্ব ভারতের পাসিঘাট, তেজু, গুয়াহাটি-সহ ৬টি বিমানবন্দরে এমনই প্রশিক্ষণের ব্যবস্থা করে বায়ুসেনা। এমনিতেই চিনের সঙ্গে সীমান্তে উত্তেজনা না কমায় সেনাদের থাকার জন্য অত্যাধুনিক ছাউনির ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার পাশাপাশি অত্যাধুনিক পোশাকেরও ব্যবস্থা করা হয়েছে। মোটের ওপর রণংদেহি সাজে যে নিজেকে প্রস্তুত করে রেখেছে ভারত তা বলাই বাহুল্য।