Read Time:1 Minute, 9 Second

একদিকে যখন চলছে বিহারের দ্বিতীয় দফার নির্বাচন। অন্যদিকে তখন প্রচারে ঝাঁঝ বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ফোর্বসগঞ্জের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিহার স্পষ্ট বার্তা দিয়েছে। প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি, তাতে এটা স্পষ্ট যে বিহারে ফের NDA সরকারকে পুনর্নির্বাচিত করবে মানুষ। তাঁর দাবি, NDA সরকার বিহারের মহিলাদের জন্য যে কাজ করেছে, তাতে প্রত্যেক মহিলা তাঁদেরই ভোট দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। তাঁর কথায়, ‘গরিবদের অধিকার দিয়েছে NDA সরকার।’ এদিন প্রচারে গিয়ে এ দিন তিনি দাবি করেন, ‘সব গ্রামে যাতে বিদ্যুত্ পৌঁছয়, শেষ দশকে তা নিশ্চিত করেছে সরকার’।
তৃতীয় দফার ভোট রয়েছে 7 নভেম্বর। ফলাফল 10 নভেম্বর।