আজ থেকেই রাজ্যে শুরু হয়ে গেল ভ্যাকসিনের ড্রাই রান । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 38 Second

পূর্বের ঘোষণা মত শুরু হয়ে গেল যাতে করোনার ভ্যাকসিন এর ড্রাইরান । ইতিমধ্যে বিধান নগরে দত্তাবাদ , মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতাল এবং আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল রাজ্যের এই ৩ কেন্দ্রে পৌঁছে গেছে করোনার ড্যামি ভ্যাকসিন । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন মেনে দেয়া হবে মহড়া ভ্যাকসিন এবং জানা যাচ্ছে প্রতিটি কেন্দ্রে ৩ টি করে ঘরের ব্যবস্থা করা হয়েছে । তার মধ্যে একটি ওয়েটিং রুম একটি ভ্যাকসিন প্রদানের রুম এবং একটি অবজারভেশন রুমের ব্যাবস্থা করা হয়েছে।

ইতিমধ্যেই সমস্ত স্বেচ্ছাসেবক রা পৌঁছে গিয়েছেন নিজেদের নিকটবর্তী কেন্দ্রে। যেখানে প্রথমে তাদের শারীরিক তাপমাত্রা পরিমাপ করে, তাদেরকে পরবর্তী ধাপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাদেরকে ওয়েটিং রুমে পাঠানো হচ্ছে অপেক্ষা করবার জন্য তারপর একে একে ভ্যাকসিন প্রদান করে পাঠানো হচ্ছে অবজারভেশন রুমে ।সেখানে ৩০ মিনিট তাদেরকে কনস্ট্যান্ট অবজারভেশনে রাখা হচ্ছে এবং কারো শরীরে কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া হচ্ছে কিনা সে বিষয়ে নজর দেয়া হচ্ছে যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে পরেন তবে তার জন্য প্রস্তুত থাকবেন ডাক্তারেরা।

এই সমস্ত ভ্যাকসিনের ড্রাই রান এর সম্পূর্ণ ঘটনা কেন্দ্র তৈরি অ্যাপ কো উইন এ সরাসরি দেখাতে হবে। জানা যাচ্ছে ৯৬ হাজার কর্মীকে এই ভ্যাকসিন প্রদানের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, কেবলমাত্র ইন্টার মাসকুলার পেশীর নিচেই এই ভ্যাকসিন দেওয়া হবে। তদারকির জন্য থাকছেন পুলিশ ও প্রশাসনের কর্তারা ও। প্রত্যন্ত এলাকায় ভ্যাকসিনের মহড়ায় কোল্ড স্টোরেজের ব্যাপারটিও খতিয়ে দেখছেন তারা । আশা করা যায় সব শেষে সফলতা সাথেই দেশ মুক্ত হবে এই ভাইরাস থেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কেন্দ্র-রাজ্য একই সরকার হোক: শুভেন্দু । এম ভারত নিউজ

সদ্য বিজেপিতে যোগ দিয়ে কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকারের দাবি তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার মহিষাদলে এক জনসভায় এই প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গের যা অর্থনৈ্তিক অবস্থা, তাতে রাজ্য ও কেন্দ্রে একই দলের সরকার চাই। সেই কারণে আমি বিজেপিতে গিয়েছি।নাহলে রাজ্যে শিল্পও হবে না। বেকার সমস্যার সমাধান হবে না। […]

Subscribe US Now

error: Content Protected