ভারতেই থাকতে চাই : দালাইলামা। এম ভারত নিউজ

admin

অবশেষে চীনের প্রতি নিজের অবস্থান স্পষ্ট করলেন দালাইলামা। তিনি জানালেন, চীনে নয়, ভারতেই থাকতে চান তিনি। চীন সংস্কৃতির বৈচিত্রের গুরুত্ব কখনই বুঝতে পারেনা, যার কারণেই ভারতে থাকার সিদ্ধান্ত নিলেন তিনি। চীনে বসবাসকারী মানুষদের প্রতি ইতিমধ্যেই শান্তির বার্তা দিতে গিয়ে দেখা গিয়েছে দালাইলামাকে

0 0
Read Time:2 Minute, 30 Second

অবশেষে চীনের প্রতি নিজের অবস্থান স্পষ্ট করলেন দালাইলামা। তিনি জানালেন, চীনে নয়, ভারতেই থাকতে চান তিনি। চীন সংস্কৃতির বৈচিত্রের গুরুত্ব কখনই বুঝতে পারেনা, যার কারণেই ভারতে থাকার সিদ্ধান্ত নিলেন তিনি। চীনে বসবাসকারী মানুষদের প্রতি ইতিমধ্যেই শান্তির বার্তা দিতে গিয়ে দেখা গিয়েছে দালাইলামাকে। স্পষ্ট ভাষায় জানিয়েছেন ,ভারতে থাকলেও চিনা ভাই-বোনদের প্রতি তাঁর কোনও বিদ্বেষ নেই, বরং একজন মানুষ হিসেবে তিনি সর্বদাই কমিউনিস্ট এবং মাক্সবাদী চিন্তাভাবনাকে আদর্শ বলেই মনে করেন। এছাড়াও নিজের মনুষ্যত্বের জায়গা থেকে এই ভাবধারাকে আজীবনকাল সমর্থন করে এসেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, জাপানের টোকিও থেকে সম্প্রচারিত একটি অনলাইন সাংবাদিক বৈঠকে অংশগ্রহণ করেছিলেন ৮৬ বছরের এই তিব্বতীয় ধর্মগুরু দালাই লামা। তিব্বতীয় এঈ ধর্মগুরুকে এক বিপদজনক বিভেদকারী বলে চিহ্নিত করা হয়েছে চীনের রাজধানী বেজিংয়ের তরফে। আর তারপরই ১৯৫০ সালে তিব্বত অধিগ্রহণ করে চীন। যার ফলে, ১৯৫৯ সালে প্রাণের ঝুঁকি নিয়েই ভারতে পালিয়ে আসেন দালাইলামা। আর তারপর থেকেই এখনও পর্যন্ত ভারতে রয়েছেন তিনি। ওদিকে আজকের এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেই চীনের কমিউনিস্ট নেতাদের বিষয়ে তীব্র সমালোচনা করতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, চীনের সাধারণ মানুষের জনজীবনে এই নেতাদের বিপুল নিয়ন্ত্রণ রয়েছে। যা চীনের সাধারণ মানুষের কাছে খুবই কষ্টকর বিষয়। তবে চীনের সাধারন মানুষদের প্রতি ভালোবাসা জানালেও অবশেষে ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'পার্টির ডিসিপ্লিন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে', দাবি দিলীপের । এম ভারত নিউজ

বৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতভ্রমনে এসে বিজেপি নেতা সুরজিত সাহার বহিষ্কার নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, হাওড়ার বিজেপি নেতা সুরজিৎ সাহাকে বহিস্কার করা দলের পক্ষে অত্যন্ত যুক্তি সঙ্গত কাজ বলেই মনে হয়েছে। তিনি মনে করেন পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করলে পার্টি ব্যবস্থা নেবে আর এই ক্ষেত্রেও […]

Subscribe US Now

error: Content Protected