করোনার জের। মুলতুবি হয়ে গেল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন। সংস্থার ইতিহাসে যা প্রথমবার। আগামী ৭-৮ ডিসেম্বর সংযুক্ত আরব অমিরশাহিতে পরিষদের ৮৯ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইন্টারপোল মহাসচিব জুরগেন স্টক মঙ্গলবার বলেন, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে আমরা পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ করতে পারছি না। ইন্টারপোল কর্তৃপক্ষ জানিয়েছেন, বার্ষিক অধিবেশনের সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তী পর্যায়ে ঘোষণা করা হবে। প্রসঙ্গত, ২০২২ সালে ভারতে ৯১ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। প্রসঙ্গত, ইন্টারপোলের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন সদস্য রাষ্ট্রগুলির প্রতিনিধিরা আন্তর্জাতিক সন্ত্রাস, সংগঠিত অপরাধ, মাদক চোরাচালান-সহ নানা বিষয়ে আলোচনা এবং তথ্য আদানপ্রদান করেন। বাজেট সংক্রান্ত বিষয়ও অনুমোদন করা হয়। এ বার অধিবেশন মুলতুবি হওয়ায় আলোচনা ছাড়াই বাজেট অনুমোদন করা হতে পারে বলে খবর।
