0
0
Read Time:1 Minute, 5 Second
‘মার্শাল’, ‘দা ৫ ব্লাডস’, ‘ব্ল্যাক বটম’ থেকে শুরু করে ‘মার্ভেলে’র একের পর এক ছবিতে অভিনয় করেছেন হলিউডের দুনিয়ার ব্ল্যাক প্যান্থার চ্যাডউইক বোসম্যান । চার বছর আগে কোলন ক্যানসার ধরা পড়েছিল বোসম্যানের। কিন্তু তারপরেও এত বছর ধরে অভিনয় করেছেন তিনি। মার্ভেল সিরিজের একের পর এক ছবিতে সুপার হিরোর চরিত্র করেছেন । একের পর এক যুদ্ধজয় করলেও ক্যানসার নামক শত্রুর কাছে হেরে গেলেন চ্যাডউইক বোসম্যান। মাত্র ৪৩ বছর বয়সে সকলকে ছেড়ে চলে গেলেন এই অভিনেতা । শুক্রবার লস এঞ্জেলসে নিজের বাড়িতেই মৃত্যু হয় অভিনেতার । পরিবারের লোকেরাই ট্যুইটারে তাঁর মারা যাওয়ার খবরটি পোস্ট করেন ।