অবশেষে লোকাল ট্রেনের চাকা গড়াল মুম্বইয়ের। তবে পশ্চিমবঙ্গে এখনও কোনও সিদ্ধান্ত না হওয়ায় সাধারণ যাত্রীদের লোকাল ট্রেনে চড়ার ছাড়পত্র মিলল না। বুধবার বিষয়টি নিয়ে মহারাষ্ট্র সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট, রিলিফ রিহাবিলিটশন বিভাগের সচিব কিশোর রাজে নিম্বালকার মধ্য ও পশ্চিম রেলের জেনারেল ম্যানেজারকে লিখিতভাবে নির্দেশ দিয়েছেন। কোভিড আবহের কথা মাথায় রেখে থাকছে একাধিক নিয়ম।

সকাল সাড়ে সাতটায় প্রথম লোকাল ট্রেনে সাধারণ যাত্রীরা টিকিট বা পাস নিয়ে চড়তে পারবেন। সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত জরুরি কাজে যুক্ত ব্যক্তিরা কিউআর কোড/ আইকার্ড-সহ টিকিট নিয়ে যাত্রা করতে পারবেন। দুপুর এগারোটা থেকে সাড়ে চারটে পর্যন্ত সাধারণ যাত্রীরা টিকিট ও পাসে যাত্রা করতে পারবেন। পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ফের জরুরি কাজে যুক্তরা কিউআর কোড, আইকার্ড-সহ টিকিট বা পাসে যেতে পারবেন। রাত আটটা থেকে শেষ ট্রেনে সবাই টিকিট বা পাশে যাত্রা করতে পারবেন। তবে মহিলাদের জন্য ঘন্টায় ঘন্টায় চলবে ট্রেন।
