এবার কার্যতই উলটো সুর যোগগুরু রামদেবের গলায়। চাপের মুখে পড়ে চিকিৎসকদের “ঈশ্বরের দূত” বলে অবিহিত করলেন তিনি। টিকা নেবেন শীঘ্রই, এমনটাও জানাতে দেখা গেল তাঁকে। সম্প্রতি রামদেবের অ্যালোপ্যাথি চিকিৎসা সংক্রান্ত মন্তব্যের জেরে তোলপাড় শুরু হয় গোটা দেশে। একাধিক জায়গায় বিক্ষোভ দেখান চিকিৎসকরা। আদালত অবধিও গড়ায় ব্যাপারটি। কিছুদিন আগেই তাঁকে বলতে শোনা গিয়েছিল, অ্যালোপ্যাথি চিকিৎসায় কোনো ফলই হয়না। টিকাও কার্যকরী নয়। যোগব্যায়াম ও আয়ুর্বেদের মাধ্যমেই নিজেকে করোনা মুক্ত রেখেছেন তিনি। এই মন্তব্যের পরই ক্ষোভ সৃষ্টি হয় দেশের আপামর চিকিৎসক মহলে। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই ‘পাল্টি’ খেলেন রামদেব। এবার তিনি জানালেন যে শীঘ্রই টিকা নেবেন তিনি। এদিন তিনি বলেন “করোনার দুটি ডোজ়ই নিন এবং যোগাসন ও আয়ুর্বেদের সাহায্যে দ্বিগুণ সুরক্ষা পান করোনা থেকে। করোনা টিকা এবং আয়ুর্বেদের সংমিশ্রণ আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমন বাড়িয়ে দেবে যে একজনেরও করোনায় মৃত্যু হবে না।” এদিন তিনি আরও জানান যে চিকিৎসকদের সঙ্গে কোনো বিরোধিতা নেই তাঁর। যারা ওষুধের নামে সাধারণ মানুষকে ঠকাচ্ছে তাদের বিরোধিতা করেছিলেন তিনি। এদিন টিকা প্রসঙ্গে নরেন্দ্র মোদীর প্রশংসাও করতে শোনা যায় তাঁকে। যদিও উচ্চস্তরের চাপের মুখে পড়েই এহেন মেরুবদল যোগগুরুর, এমনটাই মত পর্যবেক্ষক মহলের।
“চিকিৎসকরা ঈশ্বরের দূত, টিকা নেব শীঘ্রই”, সুর বদল রামদেবের ? । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 14 Second