0
0
Read Time:1 Minute, 17 Second
হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অধিনায়ক মাহি । ইনস্টাগ্রামে নিজের সমস্ত স্মৃতি নিয়ে একটা ভিডিও শেয়ার করে ক্রিকেটকে বিদায় জানালেন তিনি । ধোনির অবসর ঘোষণার সঙ্গে সঙ্গেই আবেগপ্রবণ হয়ে গেলেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। ইনস্টাগ্রামে তাঁকে সম্মান জানিয়ে তিনি লেখেন, “প্রত্যেক ক্রিকেটার একদিন অবসর নেবেন, কিন্তু যাঁকে আপনি অনেক কাছ থেকে দেখেছেন, তিনি সেই সিদ্ধান্ত নিলে আপনি কিছুটা হলেও আবেগপ্রবণ হয়ে পড়েন। আপনি দেশের জন্য যা করেছেন তা চিরকাল মানুষের মনে থাকবে। কিন্তু আমি আপনার কাছ থেকে বরাবর যা শ্রদ্ধা পেয়েছি তা আমার মনে থাকবে। বিশ্ব আপনার কৃতিত্ব দেখেছে। আমি মানুষটাকে দেখেছি। সবকিছুর জন্য ধন্যবাদ অধিনায়ক। আপনাকে টুপি খুলে কুর্নিশ।”