হাত-এর মুঠোয় কর্নাটক! কী বলছে বিজেপি? এম ভারত নিউজ

admin

কর্নাটকে ভারতজোড়ো যাত্রা এগোনোর সময় এমনটা আঁচ করেছিল রাজনৈতিক মহলের একাংশ।

0 0
Read Time:3 Minute, 3 Second

‘আমিই জিতব, কেউ আটকাতে পারবে না।’ কর্নাটকে ভারতজোড়ো যাত্রা এগোনোর সময় এমনটা আঁচ করেছিল রাজনৈতিক মহলের একাংশ। নভেম্বরের পর সোজা মে, কর্নাটকে কংগ্রেস যে দিকে এগোচ্ছে তাতে মেনে নিতে কোনও দ্বিধা নেই যে রাহুল গান্ধী দক্ষিণের এই রাজ্যে নতুন সংজ্ঞা তৈরিতে সফল। সময় যত গড়াচ্ছে ততই কংগ্রেস ও বিজেপির মধ্যে ফারাক বাড়ছে। কংগ্রেসের ঝুলিতে এগিয়ে থাকা আসনের সংখ্যা বাড়ছে। পরিসংখ্যান বলছে মোদীর জয়রথ কার্যত থমকে যাচ্ছে।

শনিবার সকালে কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কংগ্রেস একটি ভিডিয়ো ট্যুইট করে, যেখানে সিয়া’র ‘আনস্টপ্যাবল’ গানের সঙ্গে রাহুল গান্ধীর ছবির ভিডিয়ো পোস্ট করে। ডিসি কমিকস মুভিতে ওয়ান্ডার ওম্যানের ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে সিয়া’র গাওয়া গানটি ব্যবহার করা হয়েছে। ট্যুইটে লেখা, ‘আমি অপরাজেয়, আমি আত্মবিশ্বাসী এবং আজকে আমি অপ্রতিরোধ্য।’

ট্রেন্ড বলছে, বিজেপি-র বিরুদ্ধে এগিয়ে রয়েছে কংগ্রেস। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৩ আসন। কোলাজে ব্যবহৃত ছবিগুলো রাহুল গান্ধীর গণসংযোগ কর্মসূচি ‘ভারত জোড়ো যাত্রা’র। ভারত জোড়ো যাত্রায় ১৩৬ দিনে ১২টি রাজ্য জুড়ে ৩৫৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন রাহুল।

কর্নাটকের হুবলি-ধারওয়াড় সেন্ট্রাল কেন্দ্রে বিজেপির জগদীশ শেট্টার এগিয়ে রয়েছেন। চিত্তপুরে এগিয়ে ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গের ছেলে প্রিয়ঙ্ক খাড়্গে। তবে বুথ ফেরত সমীক্ষা বলছে, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে। কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় আবার বিজেপি এগিয়ে রয়েছে। কিন্তু ফলাফলের দিন প্রথম থেকেই এগিয়ে কংগ্রেস। সুতরাং, নির্বাচনী প্রচারে হিন্দুত্ব অস্ত্রে শান দিয়ে একের পর এক সভা করলেও মোদী ম্যাজিক যে কাজ করেনি তা এদিন কিছুটা হলেও স্পষ্ট।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মুখ্যমন্ত্রীর বাড়িতে সলমন খান! উত্তরীয় পরিয়ে স্বাগত মমতার। এম ভারত নিউজ

শনিবার ঠিক বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছন সলমন খান।

Subscribe US Now

error: Content Protected