0
0
Read Time:1 Minute, 9 Second
এবারে চাঁদেও মিলবে ৪জি পরিষেবা । আর এই ৪জি পরিষেবা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মোবাইল সংস্থা নোকিয়ার গবেষণা সংস্থা বেল ল্যাবসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে নাসা। চাঁদে এই ৪জি পরিষেবা চালু করতে ভারতীয় মুদ্রায় মোট ২৭০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। তার মধ্যে একটা অংশ নিজেদের পকেট থেকেই দেবে নাসা। আমেরিকার প্রশাসনের তরফেও সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। নাসার তরফে জানানো হয়েছে, চাঁদে একবার ৪জি পরিষেবা চালু হয়ে গেলে মহাকাশ অভিযানে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এছাড়া আগামী দিনে চাঁদে যে মানুষ থাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনাতেও সাহায্য করবে এই ৪জি পরিষেবা।