২০৪০ এর মধ্যে ১০ লক্ষ প্রাণ কাড়বে স্তন ক্যানসার: ল্যানসেট। এম ভারত নিউজ

admin

হতাশা থেকে ও খরচের কথা ভেবে অনেকেই পিছিয়ে যান

0 0
Read Time:2 Minute, 37 Second

বর্তমানে সারা বিশ্বে স্তন ক্যানসার একটি সাধারণ কার্সিনোজেনিক রোগে (ক্যানসার সৃষ্টিকারী জীব) পরিণত হয়েছে। ল্যানসেট কমিশনের তথ্য বলছে, এই রোগটি ২০৪০ সালের মধ্যে এক মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ মৃত্যুর কারণ হতে পারে। এখনও পর্যন্ত ২০২০ সাল অবধি পাঁচ বছরে প্রায় ৭.৮ মিলিয়ন মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তথ্য বলছে একই বছর প্রায় ৬ লক্ষ ৮৫ হাজার মহিলা এই রোগে মারা গিয়েছিল।

ল্যানসেট কমিশনের অনুমান, ২০২০ সালে ২.৩ মিলিয়ন থেকে ২০৪০ সালের মধ্যে ৩ মিলিয়নেরও বেশি স্তন ক্যানসারের ঘটনা দেখা যাবে বিশ্বব্যাপী । তার জেরে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলি অনুপাতিকভাবে প্রভাবিত হবে।

স্তন ক্যানসার বা এই সংক্রান্ত রোগ অনেকেই লজ্জায় লুকিয়ে রাখেন যে কারণে সঠিক সময়ে চিকিৎসা শুরু হয় না। আবার যাদের ধরা পড়ে তাঁদের মধ্যে অনেকেই হতাশজনিত কারণে ও খরচের কথা ভেবে পিছিয়ে যান। স্তন ক্যানসারের ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলি মোকাবিলার জন্য ল্যানসেট কমিশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে আরও ভালো যোগাযোগের পরামর্শ দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এমোরি ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের রেশমা জাগসির কথায়, ‘নারীদের মৌলিক মানবাধিকার ঐতিহাসিকভাবে পুরুষদের তুলনায় কম। সম্মানও কম। তিনি বলেন, এক্ষেত্রে রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে যোগাযোগের মান উন্নত করতে হবে। রোগীকে উৎসাহিত করতে হবে। তাদের যথাযথ যত্ন নিতে হবে।’

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কোর্টের নির্দেশ উপেক্ষা, অস্ত্র হাতে রামনবমীর মিছিলে বিজেপি। এম ভারত নিউজ

প্রসূনের নেতৃত্বে সেই মিছিলে ছিলেন যাদবপুরের তৃণমূলের প্রার্থী সায়নী..

Subscribe US Now

error: Content Protected