
২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। আরবিআই জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের পরে ২ হাজার টাকার নোটটি সরিয়ে নেওয়া হবে। আজ থেকে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে গিয়ে জমা করা যাবে। তার বদলে অন্য টাকা নেওয়া যাবে। সেইমত ব্যাঙ্কে ২ হাজারের নোট বদলানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম দিনেই বিপুল ভিড় জমা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এবার গ্রাহকদের কাছে ২০০০ টাকার নোট বদলানোর প্রক্রিয়ার জন্য অনেকটা সময় দেওয়া হচ্ছে। আজ থেকে সরকারি-বেসরকারি ব্যাঙ্কে নোট বিনিময় শুরু হওয়ায় প্রথম দিনেই গ্রাহকদের দীর্ঘ লাইনের সম্ভাবনা রয়েছে।
গ্রাহকরা তাঁদের নিকটতম ব্যাঙ্কের যে কোনও শাখায় যেতে পারেন। সেখানে নিজের অ্যাকাউন্টের বিশদ বিবরণ দিয়ে ২০০০ টাকার নোট জমা কিংবা বদল করে নিতে পারেন। ব্যাঙ্কগুলি আপনাকে একটি রিক্যুইজিশন স্লিপ দিতে পারে। সেগুলি গ্রাহককে অবশ্যই পূরণ করতে হবে। সেই স্লিপে নাম, কত টাকা বদল করতে চান, কতগুলি নোট রয়েছে ইত্যাদি উল্লেখ করতে হতে পারে। এছাড়া, গ্রাহকদের বিনিময়ের স্থান এবং তারিখও উল্লেখ করতে হবে। তারপরে গ্রাহকরা তাঁদের ২০০০ টাকার নোট সহ ব্যাঙ্কের দেওয়া ফর্মটিতে সই করে তা জমা দেবেন সংশ্লিষ্ট ব্যাঙ্কে। তবে সব ব্যাঙ্কে এমনটা নিয়ম নয়।
শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে, বাজার থেকে সব ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরই, টাকা জমা দিতে গেলে নানা নথি লাগবে বলে সোশাল মিডিয়ায় গুজব ছড়াতে থাকে। সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি। এই প্রেক্ষিতে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানিয়ে দিল, ২০০০ টাকার নোট জমা দিতে গেলে কোনও ফর্ম বা নথি লাগবে বলে আরবিআই বা কোনও ব্যাঙ্কের তরফে বলা হয়নি। যেমন, এসবিআই-র ক্ষেত্রে কোনও এমন ফর্ম লাগবে না। তবে এই ব্যাঙ্কে একবারে একসঙ্গে ১০টি ২০০০ টাকার নোট অর্থাৎ ২০ হাজার টাকা বদল কিংবা জমা করা যাবে।