মানিকতলায় মহিলা তৃণমূল কর্মীদের ‘শ্লীলতাহানি’, ঘটনার তির বিজেপির দিকে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 54 Second

করোনা অবহেও ভোট চলছে বঙ্গে, ছ’দফার ভোট সম্পন্ন হয়েছে|প্রতি দফাতেই রাজ্যের কোথাও না কোথাও অশান্তি, রক্তপাত হয়েছে। এখনও দু’দফার ভোট বাকি, ফের সপ্তম দফা ভোটের আগে উত্তপ্ত কলকাতার মানিকতলা অঞ্চল। শনিবার ওই এলাকার উত্তেজনা চরমে পৌঁছায়, রাতে দুই মহিলা তৃণমূল কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে বিজেপি কর্মীর বিরুদ্ধে। এরপর তৃণমূল সমর্থকরা বিজেপির কর্মীদের ওপর চড়াও হয়। ওই তৃণমূলের দুই মহিলার অভিযোগ, তাঁরা মুরারিপুকুর বাজারে ফল কিনতে গেলে শ্লীলতাহানি করেন ফল ব্যবসায়ী ও তাঁর আত্মীয়। তৃণমূলের দাবি অভিযুক্তরা নাকি বিজেপি সমর্থক। যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কর্মীরা ওই ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে গন্ডগোল বাঁধে। এরপর উত্তেজিত বিজেপি সমর্থকরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় রাতেই কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর শনিবার মানিকতলার ১৪নম্বর ওয়ার্ডে মুরারীপুকুরে বিজেপির নির্বাচনী সভার পাশেই তৃণমূলের সভা হচ্ছিল। মানিকতলার বিজেপি প্রার্থী কল্যান চৌবের অভিযোগ, “কোভিড বিধি মেনে ২০০টি চেয়ার রেখে আমাদের সভা হচ্ছিল। পৌঁছে দেখি সেখানে আমাদের ঝান্ডা সরিয়ে তৃণমূল তাদের ঝান্ডা লাগিয়ে দিয়েছে। আমাদের সভাস্থলে ওদের মাইকও লাগিয়ে দেয়। পুলিশকে বলি তৃণমূলের মাইকটা বন্ধ রাখার জন্য।” এদিকে কুনাল ঘোষের বক্তব্য, “আমাদের চার হাজার লোক ছিল। আর ওদের লোক ছিল ৩৫জ ন। আমাদের ছেলেরা সংযত ছিল। কোনও গণ্ডগোল করেনি।” বিজেপি কর্মীরা তৃণমূলের লাগানো মাইক খুলে নিতে হবে পুলিশের কাছে দাবি করে। কিছু কর্মী সমর্থক আবার তৃণমূলের সভাস্থলের দিকে যেতে গেলে পুলিশ আটকায়। পুলিশের সঙ্গে বিজেপির বচসা বাঁধে|এভাবেই মানিকতলায় ধুন্ধুমার কান্ড শুরু হয় সপ্তম দফার ভোটের আগে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেশের আপৎকালীন পরিস্থিতিতে হংকং থেকে স্পাইসজেটে নিয়ে আসা হল অক্সিজেন । এম ভারত নিউজ

দেশের আপৎকালীন পরিস্থিতিতে হংকং থেকে নিয়ে আসা হল ৮০০ ঘন অক্সিজেন । দেশের করোনা সংক্রমনের মাত্রা বেলাগামভাবে বেড়ে চলেছে, অক্সিজেন এবং পর্যাপ্ত বেডের সমস্যায় ভুগছেন সাধারন মানুষ। প্রাণ দিতে হচ্ছে তাঁদের ,তাই সেই সমস্যায় তৎপরতা দেখিয়ে হংকং থেকে স্পাইসজেট করে তুলে আনা হলো ৮০০ ইউনিট ঘন অক্সিজেন। সেই অক্সিজেন কলকাতা […]

Subscribe US Now

error: Content Protected