বিধানসভা নির্বাচন ২০২১ : ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চতুর্থ দফার নির্বাচনের তোড়জোড়। সকাল সাতটা থেকে শুরু হয়ে গেছে ভোটগ্রহণ মোট ৫টি জেলায় চলেছে ভোটগ্রহণ কর্মসূচি।
সকাল ৯ টা পর্যন্ত রাজ্য়ে ভোটদানের হার ১৫.৮৫ শতাংশ। এক্ষেত্রে সর্বোচ্চ এগিয়ে আছে আলিপুরদুয়ার সকাল নটা পর্যন্ত আলিপুরদুয়ারে ১৭.৯৭ শতাংশ ভোট পড়েছে। এরপরই ভোটগ্রহণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া। সকাল নটা অব্দি ভোটগ্রহণের হার ১৭.৪৮ শতাংশ । এবং ভোটগ্রহণের শতকরা হারের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে হুগলি। হুগলিতে সকাল ৯টা পর্যন্ত ১৭.০৪ শতাংশ ভোট পড়েছে। কোচবিহারে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৫.৮৫ শতাংশ।দক্ষিণ ২৪ পরগনায় ১৩.২৬ শতাংশ। এই দফায় মোট প্রার্থী সংখ্যা ৩৭৩। এর মধ্যে পুরুষ প্রার্থী ৩২৩ জন, মহিলা প্রার্থী ৫০ জন। চতুর্থ দফার জন্য বরাদ্দ বুথের সংখ্যা ১৫ হাজার ৯৪০টি । এর মধ্যে মেইন বুথ ১২৩৬১ এবং অক্সিলারি বুথ ৩ হাজার ৫৭৯টি। চতুর্থ দফায় মোট অবজারভার থাকছেন ৫৪ জন। আজ চতুর্থ দফায় বিপুল পরিমাণে ভোটদানের জন্য সকলকে বান জানালেন মোদী। টুইটারে মোদী বাংলায় লেখেন, “পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। আজকের ভোটদাতাদের কাছে রেকর্ড সংখ্যায় ভোটদানের আহবান জানাচ্ছি। তরুণ ও মহিলা ভোটারদেরও বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ জানাচ্ছি।”