বঙ্গ ভোটের আগে , দল পরিবর্তন একটি মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাসে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বিধায়ক এবং সংসদের সংখ্যা বেশ বড় অংকের হয়ে দাঁড়িয়েছে ঠিকই তবে বিজেপি থেকে তৃণমূলেও এসেছেন অনেকেই। বিধানসভা নির্বাচনের আগেই ফের বাঁকুড়ায় দলবদল এর ঘটনা সামনে এলো। ইতিমধ্যেই দলবদল করলেন , বিজেপিতে নাম লেখানো পাত্রসায়র বালসী-২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, জেলা যুব মোর্চার সদস্য বুদ্ধদেব পাল।

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত একাগ্রচিত্তে সেবা করে গেছেন তিনি তৃণমূলের হয়ে। তবে ২০১৯ সালে হঠাৎই বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। পরবর্তীতে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ভয়ানক মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে । তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মাত্র নিজের পুরনো দলের নাম লেখালেন তিনি। ঐদিন দলীয় পতাকা হাতে নেওয়া ছবি ইতিমধ্যেই সকলের নজরে এসেছে। তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে বলেন, বর্তমানে বিজেপি সিপিএমের হার্মাদ বাহিনীতে পরিণত হয়েছে এবং তাঁরাই তাঁকে মেরে ফেলার প্রচেষ্টা করেছিল ,ফলে নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি। এই দিন এই প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ তাঁর ২০০ জন অনুগামী যোগদান তৃণমূলের ফলে ওই এলাকায় তৃণমূলের জোর আরো অনেকটাই বাড়লো বলে মনে করছেন তৃণমূল সরকার।