ওয়েট লিফটিংয়ে ইতিহাস গড়লেন ভারতীয় মীরাবাঈ চানু । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 37 Second

টোকিও অলিম্পিকে ওয়েট লিফটিংয়ে ইতিহাস গড়লেন ভারতীয় মীরাবাঈ চানু । টোকিও অলিম্পিকে শুরুর দিনের সূচনা পর্বে ভারতের ঝুলিতে একটি রৌপ পদক নিয়ে এলেন তিনি। আজ টোকিও অলিম্পিকে সূচনাপর্বে ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মীরাবাঈ। ভারতের ওয়েটলিফটিং সর্বপ্রথম পদক জয় করেছিলেন কর্ণম মলেস্বরি । আর তার পর এবার পদক জিতেলেন মীরাবাঈ চানু। জানা যায় চানু ৮৪ কেজি ও ৮৭ কেজি সফল ভাবে উত্তোলন করতে পারলেও ৮৯ কেজিতে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। আর ওদিকে ৯৪ কেজি বিভাগে সফল ওয়েটলিফটিং করে অলিম্পিক রেকর্ড করেন , চিনের হাউ ঝিউ। ইতিমধ্যেই অলিম্পিকে ভারতের ঝুলিতে প্রথম পদক আসায় খুশি সকলে।

প্রসঙ্গত উল্লেখ্য অলিম্পিকে ভারোত্তোলনে এই প্রথম ভারতের ঘরে রূপোর পদক এল।যদিও এর আগে ২০০০ সালের সিডনি অলিম্পিকে কর্নম মালেশ্বরি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। জানা যায়, আজকের এই ম্যাচে মীরাবাঈ ২০২০ কেজি ওজন তুলেছেন। পাশাপাশি ৪৯ কেজি ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আফগানে সেনা-তালিবান সংঘর্ষ, ২৪ ঘন্টায় মৃত প্রায় ৩০০ । এম ভারত নিউজ

২৪ ঘন্টায় ফের কেঁপে উঠল আফগানিস্তান । আফগান ফোর্সের সঙ্গে তালিবানের যুদ্ধে ২৪ ঘন্টায় প্রান হারালেন ২৬২ জন এবং আহত হয়েছেন ১৭৬ জন মানুষ । লাঘমান, নানগাহার, কুনার, গজনী, পাকতিয়া, কান্দহার, হেরট, বালাখ, জাওজান, হেলমন্দ, কুন্দুজ, কাপসিয়া প্রদেশের একাধিক জায়গা থেকে তালিবানিদের সরাতে সংঘর্ষে নামে আফগান সেনা । জানা যাচ্ছে, […]

Subscribe US Now

error: Content Protected