প্রতিটি আক্রমণের পাল্টা জবাব দিতে তৈরি ভারত : রাজনাথ সিং । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 12 Second

বৈদেশিক শত্রুদের আক্রমণের পাল্টা জবাব দিতে তৈরি ভারতীয় সেনাবাহিনী। সোমবারের বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করতে গিয়ে এমনই এক বার্তা দিলেন রাজনাথ সিং। এছাড়াও তিনি বলেন পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সমস্ত সমস্যা সমাধানের জন্য মৌখিক আলোচনা এবং বৈঠকের বিষয়ে গুলিতে নজর দেওয়া উচিত। পাশাপাশি তিনি আরও বলেন, ” অন্য কোন দেশের তরফের যদি হুমকি দেওয়ার চেষ্টা করা হয় তাহলে তা মেনে নেওয়া হবে না। ” এছাড়াও পূর্ব লাদাখে ভারতীয় সেনাবাহিনীর সামরিক প্রস্তুতির ব্যাপারে পর্যালোচনাও করেন তিনি।

ভারতীয় সেনাদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বহির্দেশীয় আক্রমণের পাল্টা জবাব দিতে সর্বদা প্রস্তুত ভারতীয় সেনা। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমানা সম্পর্কিত সমস্যা এবং অন্যান্য বিষয় গুলি আলোচনার মাধ্যমে সমাধানের বার্তা দেন তিনি । পাশাপাশি তিনি বলেন ,”আমরা নিজেরাও কাউকে চ্যালেঞ্জ জানাতে চাই না ,এবং অন্য কারোরও অন্যায় সহ্য করতে চাইনা।” তিনদিনের লাদাখ সফরে গিয়ে রাজনাথ সিং জিজ্ঞাসা করেন, ভারত এবং তার প্রতিবেশী দেশ গুলি কেন বার্তালাপের মাধ্যমে সমঝোতায় আসতে পারবে না? এছাড়াও তিনি বর্ডার রোড অর্গানাইজেশনের তরফে একটি ইনফ্রা প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে আজ এই প্রশ্ন করেন তিনি।

তিনি বলেন, ” আমরা প্রতিবেশী ছিলাম; আমরা প্রতিবেশী আছি ;আমরা প্রতিবেশী থাকবো, তাহলে আমরা কেন একটি স্বচ্ছ ধারণার সঙ্গে সমস্ত বিষয়টি বাক্কালাপের মাধ্যমে সমাধান করতে পারিনা?” তিনি বলেন ভারত সর্বদা বাসুদেব কুটুম্বকম ভাবনায় বিশ্বাসী। সেক্ষেত্রে ভারত যদি কখনও অস্ত্র তুলে নিয়ে অগ্রগামী হয়ে থাকে, সেক্ষেত্রে কখনোই অন্য দেশের জমি দখলের চিন্তাভাবনা নিয়ে তা করেনি। এছাড়াও চীনের সেনাদের সঙ্গে গলওয়ান ভ্যালিতে সংঘর্ষে ভারতের যে সমস্ত সেনা শহীদ হয়েছিলেন, তাঁদের স্মরণ করতে গিয়ে তিনি বলেন,দেশ কখনোই তাঁদের আত্মত্যাগ ভুলবে না। এছাড়াও তিনি বলেন ভারত কখনোই আগবাড়িয়ে কোন দেশকে আক্রমণ করতে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। তবে বহিঃশত্রুর আক্রমণ রুখতে সদা তৎপর ভারতীয় সেনা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের নিশানায় সেনাঘাঁটি, জম্মুর আকাশে দু'টি ড্রোন । এম ভারত নিউজ

ফের জম্মুর আকাশে উড়তে দেখা গেল ড্রোন। গতকালই জম্মু-কাশ্মীর বিমানবন্দরে পরপর দুটি বিস্ফোরণ এবং বায়ুসেনা স্টেশনের ওপরই একটি ড্রোনের মাধ্যমে বিস্ফোরণের ঘটনা সামনে আসায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত এলাকায়। সীমান্ত পুলিশ সূত্রে খবর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জম্মু-কাশ্মীরের কালুচক এলাকায় সেনাঘাঁটির ওপর দুটি ড্রোন উড়তে দেখা যায়। […]

Subscribe US Now

error: Content Protected