এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে কম্বোডিয়াকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে কোচ ইগর স্টিমাচের ভারত।কম্বোডিয়াকে 2-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসের শীর্ষে সুনীল-গুরপ্রীতরা। কম্বোডিয়াকে হারিয়ে সুনীল দর্শকদের বার্তা দিয়েছিলেন, আপনারা শনিবার এসে আমাদের পার্টিতে যোগদান করুন। কম্বোডিয়া ম্যাচের পর থেকে চলছে ভারত বনাম আফগানিস্তান ম্যাচের উন্মাদনা। ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়েছে দু’দলের কোচের মধ্যেও। ইগর স্টিমাচ দলের দায়িত্ব দিয়েছেন অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রী ও সন্দেশ ঝিঙ্গানকে। দোহায় এর আগের ম্যাচে আফগানিস্তানের সাথে ড্র করে ভারত, তাছাড়া আফগানিস্তানের খেলোয়াড়রা শারীরিকভাবে শক্তিশালী হওয়ায় সন্দেশ ঝিঙ্গানকে রক্ষণে সজাগ থাকতে বলেছেন স্টিমাচ। হংকং এর কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় কোনঠাসা আফগানিস্তান। আফগানিস্তান কোচ আনাউশ ও ফুুটবলার ফারশাদ নুরেদের কাছে এই ম্যাচটি ডু অর ডাই ম্যাচ।
AFC Asian Cup Qualifiers: আজ ভারতের মুখোমুখি আফগানিস্তান । এম ভারত নিউজ
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে কম্বোডিয়াকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে কোচ ইগর স্টিমাচের ভারত।কম্বোডিয়াকে 2-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসের শীর্ষে সুনীল-গুরপ্রীতরা। কম্বোডিয়াকে হারিয়ে সুনীল দর্শকদের বার্তা দিয়েছিলেন, আপনারা শনিবার এসে আমাদের পার্টিতে যোগদান করুন। কম্বোডিয়া ম্যাচের পর থেকে চলছে ভারত বনাম আফগানিস্তান ম্যাচের উন্মাদনা। ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়েছে দু’দলের কোচের মধ্যেও। ইগর স্টিমাচ দলের দায়িত্ব দিয়েছেন অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রী ও সন্দেশ ঝিঙ্গানকে। দোহায় এর আগের ম্যাচে আফগানিস্তানের সাথে ড্র করে ভারত, তাছাড়া আফগানিস্তানের খেলোয়াড়রা শারীরিকভাবে শক্তিশালী হওয়ায় সন্দেশ ঝিঙ্গানকে রক্ষণে সজাগ থাকতে বলেছেন স্টিমাচ। হংকং এর কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় কোনঠাসা আফগানিস্তান। আফগানিস্তান কোচ আনাউশ ও ফুুটবলার ফারশাদ নুরেদের কাছে এই ম্যাচটি ডু অর ডাই ম্যাচ।