0
0
Read Time:50 Second
টিটাগড়ের কেলভিন জুটমিলে গতকাল রাতে হঠাট করেই আগুন লেগে যায়। এরপর সেই আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌছায় আর শুরু হয় আগুন নেভানোর কাজ । কিন্তু সকাল পর্যন্তও আগুন নেভানো সম্ভব না হওয়ায় ঘটনাস্থলে আসে আরও কিছু ইঞ্জিন। ঘটনাসূত্রে জানা গেছে যে, প্রথমে জুটমিলের পাটঘরে আগুন লাগার পর বিদ্যুতের শর্ট সার্কিট হয় এবং সেখান থেকেই আগুন লাগে জুটমিলে। গতকাল এই মিলে ৮০০ জন নাইটশিফটে কাজ করছিলেন। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।