ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁকে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে। আজ দুপুরে হঠাৎই বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই ২ জানুয়ারি বুকের বাঁ দিকে ব্যথা নিয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল তার হার্টের 95% ব্লকেজ পাওয়া গেছে ,তার ফলে তার বুকে ব্লকেজের একটিতে স্টেনও বসানো হয়েছিল। এরপর বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি কলকাতায় এসে মহারাজের সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে সৌরভ যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা জানান । তার পরেই মহারাজ বাড়ি ফিরেছিলেন । কিন্তু বাড়ি ফেরার মাত্র কিছুদিনের মধ্যেই বুকে ব্যাথা নিয়ে ফের হাসপাতালে সৌরভ ।

সৌরভের শরীরে ইতিমধ্যে একটি স্টেন্ট বসানো হয়েছে ,পরবর্তীতে আরও দুটি স্টেন বসানো হবে বলেই পূর্বে জানানো হয়েছিল। দেবী শেঠির নির্দেশ অনুসারে আগের মতোই সমস্ত রকম কার্যকলাপ করতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এমনটাই জানা গিয়েছিল পূর্বে।
তবে আজ ফের অসুস্থ হয়ে হাসপাতালে দ্বারস্থ হতে হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাকে বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সৌরভের মত একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তির পরপর দু’বার হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা যথেষ্ট চিন্তনীয় ।