ক্ষুদ্রতম চামচ বানিয়ে বিশ্ব রেকর্ড ভারতীয় তরুণের। এম ভারত নিউজ

admin

ক্ষুদ্র চামচ তৈরি করে রেকর্ড গড়তে প্রতিদিন ১০ ঘণ্টা অনুশীলন করেছেন তিনি

0 0
Read Time:2 Minute, 29 Second

বিশ্বের প্রতিনিয়ত ঘটে চলেছেন নানান ঘটনা এর মধ্যে কিছু কিছু ঘটনা বিশ্ব রেকর্ড করে ফেলছে অর্থাৎ গিনিস রেকর্ড অফ ওয়ার্ল্ডে নাম তুলছে। এবার কাঠ দিয়ে ক্ষুদ্র চামচ তৈরি করে বিশ্ব রেকর্ড গড়ে সাড়া ফেলে দিলেন এক ভারতীয় তরুণ। শশীকান্ত প্রজাপতি নামের ওই তরুণের বাড়ি বিহারে। তিনি ১ দশমিক ৬ মিলিমিটার অর্থাৎ ০.০৬ ইঞ্চি চামচ তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল আরেক ভারতীয়র। ২০২২ সালে ২ মিলিমিটার দৈর্ঘ্যের চামচ তৈরি করেছিলেন নবরত্ন প্রজাপতি মূর্তিকর।

রেকর্ড গড়া নিয়ে শশীকান্ত প্রজাপতি বলেন, কাঠ দিয়ে চামচ তৈরি করা সহজ ব্যাপার। কিন্তু কাঠ দিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র চামচ তৈরি করা অসম্ভব রকমের কঠিন কাজ। এ জন্য চামচ তৈরির সব কলাকৌশল রপ্ত করতে হয়। চূড়ান্তভাবে সফল হওয়ার আগে ১০টি ক্ষুদ্র চামচ তৈরি করেছিলেন তিনি। শশীকান্ত আরও বলেন, ২ মিলিমিটারের চেয়ে ছোট চামচ তৈরি করা খুবই কঠিন। তারপরও কয়েক দফা চেষ্টার পর তিনি সফল হয়েছেন।

মূলত কলেজে পড়ার সময় ক্ষুদ্র জিনিস তৈরির শখ হয় শশীকান্তের। এর পর থেকেই এ রকম জিনিস তৈরির নেশায় পেয়ে বসে তাঁকে। আশা ছিল, এভাবে একদিন বিশ্ব রেকর্ড গড়বেন। অবশেষে সেই স্বপ্ন সফল হয়। অনেক ভেবে কাঠ দিয়ে সবচেয়ে ক্ষুদ্র চামচ তৈরি করার সিদ্ধান্ত নেন। এর আগে ঘাঁটাঘাঁটি করে বিশ্ব রেকর্ডের তথ্য বের করেন। ক্ষুদ্র চামচ তৈরি করে রেকর্ড গড়তে প্রতিদিন ১০ ঘণ্টা অনুশীলন করেছেন তিনি। অক্লান্ত পরিশ্রম আর অধ্যবসায়ের পর অবশেষে হয়েছেন সফল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শুভেন্দুকে কালো পতাকা! বাম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত যাদবপুর। এম ভারত নিউজ

সেখানেই পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। এছাড়াও আগামী সপ্তাহেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যাওয়ার ডাক দিয়েছেন তিনি

Subscribe US Now

error: Content Protected