দেশব্যাপী করোনা ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ড্রাইরান শুরু হয়ে গেছে। সব উদ্বেগের অবসান ঘটিয়ে সফলতার সঙ্গে চলছে সেই ড্রাইরান পর্ব। সবকিছু ঠিকঠাক থাকলে কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ইঙ্গিত অনুযায়ী ১৩ জানুয়ারি শুরু হতে চলেছে টিকাকরণ কর্মসূচি। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে ড্রাইরান হল।
হলদিয়া মহকুমা হাসপাতালের অন্তর্গত তেঁতুলবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে ড্রাইরান মহড়া হল।
হলদিয়া পৌরসভার ৩০ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ২৫ জনের ওপর ড্রাইরান করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন করে আই কার্ড দেখে তবেই হাসপাতালের ভেতরে প্রবেশের ছাড়পত্র মেলে। ড্রাইরানের পর তাঁদের অবজারভেশন রুমে ৩০ মিনিট রাখা হয়। তাঁদের শারীরিক কোন কষ্ট হচ্ছে কী না তা পরীক্ষা করা হয়।
এ প্রসঙ্গে হলদিয়ার সিএমএইচ বলেন, সব রকমের সতর্কীকরণ মেনেই ড্রাইরান হয়েছে। তাঁর কথায়, ১০০ জন স্বাস্থ্য কর্মীকে প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে। তিনি এও বলেন, ভাইরাসের আক্রমণ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে খুব তাড়াতাড়ি কাজ চলছে।