অবশেষে স্বস্তি পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বম্বে হাইকোর্টে বড় জয় পেলেন অভিনেত্রী। প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে নায়িকার অফিস বাড়ি ভাঙা নিয়ে বম্বে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। আজ সেই মামলার রায় দেন বিচারক। তাতে বলা হয়েছে এই মামলায় মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হবে বিএমসিকে।

প্রসঙ্গত সেপ্টেম্বরে বেআইনি নির্মানের কারণেই মুম্বইয়ের পালি হিলে কঙ্গনার প্রোডাকশন হাউসের বাইরে নোটিস ঝুলিয়ে দেয় বিএমসি। আগামী ২৪ ঘন্টার মধ্যেই তার জবাব দিতে বলা হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু বুধবার সকাল পর্যন্ত কোনও উত্তর না পৌঁছতেই দুপুরবেলা বুলডোজার, জেসিবি মেশিন, ক্রেন দিয়ে ভাঙা চালু শুরু করেছিল বিএমসি। এদিন বম্বে হাইকোর্ট জানায়, বৃহন্মুম্বই পুরসভার তরফে কঙ্গনার অফিস খারাপ উদ্দেশ্য নিয়ে ভেঙেছে বিএমসি, রায়ের কপিতে জানাল জাস্টিস এসজে কাথাওয়ালা এবং জাস্টিস রিয়াজ চাগলার ডিভিশন বেঞ্চ। পাশাপাশি ৪৮ কোটির প্রোডাকশন হাউস ভাঙার ক্ষতিপূরণ দিতে হবে বিএমসিকে, সাফ জানিয়ে দেয় বম্বে হাইকোর্ট।

আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কঙ্গনার অফিস বাড়ি ভেঙে মোট কত কোটি টাকার সম্পত্তি ধ্বংস করেছে বিএমসি তা হিসাবের জন্য একজন মূল্যনির্ধারক নিয়োগ করা হবে আদালতের পক্ষ থেকে। রিপোর্ট আদালতে জমা পড়লেই কোর্ট বিএমসি-কে ক্ষতিপূরণের নির্দেশ দেবে।

বর্তমানে থালাইভির শ্যুটিংয়ের ব্যস্ত কঙ্গনা রানাওয়াত। এরমাঝেই এমন খবরে খুশির জোয়ারে ভাসছেন পর্দার মণিকর্ণিকা। টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন কঙ্গনা। তিনি জানান এটি তাঁর একার নয়, বরং গণতন্ত্রের জয়। পাশাপাশি থালাইভির সেট থেকে জয়ললিতার লুকেই একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন কঙ্গনা। তিনি বলেন- “আমি ভারতীয় বিচারব্যবস্থাকে ধন্যবাদ জানাতে চাই। বম্বে হাইকোর্টকে ধন্যবাদ জানাতে চাই।”