আর্চারিতে বিশ্ব মেধা তালিকায় প্রথম স্থানে ভারতের দীপিকা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 25 Second

প্যারিসে চলতি তীরন্দাজি বিশ্বকাপের পরপর তিনটি সোনা জয় করে বিশ্বের তীরন্দাজি তালিকার শীর্ষস্থান কেড়ে নিল ভারতের অন্যতম মহিলা তীরন্দাজ দীপিকা কুমারি। প্রসঙ্গত উল্লেখ্য ২০১২ সালেও তিনি তীরন্দাজি বিশ্বতালিকায় প্রথম স্থান অর্জন করেছিলেন । রবিবার স্টেজ ৩ ইভেন্টে পরপর তিনটি সোনা জেতেন তিনি। স্বতন্ত্র মহিলা, মহিলা দল এবং মিশ্র দল এই তিনটি বিভাগে সোনা জেতেন ভারতবর্ষের রাঁচির এই মহিলা তীরন্দাজ দীপিকা কুমারি। তিনটি ভিন্ন বিভাগের সোনা জেতার পরে তাঁর এই সাফল্য নিয়ে বিশ্ব তীরন্দাজ ফেডারেশনের তরফ থেকে একটি টুইট করে এই খবর দেওয়া হয়। জানা যাচ্ছে এই তিনটি স্বর্ণ পদক জয়ের কারণে সরাসরি টোকিও অলিম্পিকে যোগদানের সুযোগ পেয়ে গেলেন তিনি।

প্রথমে গতকাল মহিলা দলের ম্যাচে অঙ্কিতা ভাকাত এবং কোমালিকা বারির সঙ্গে মিলিত হয়ে মেক্সিকোর বিরুদ্ধে জয়লাভ করে একটি সোনা যেতেন তিনি। তারপরে মিশ্র জুটিতে স্বামী অতনু দাসের সঙ্গে একটি স্বর্ণপদক জয় লাভ করেন। সেখানে তাঁদের বিরোধিতা করেন নেদারল্যান্ডের সজেফ ভ্যান ডান বার্গ এবং গ্যাব্রিয়েলা স্ক্লোসারকে। এছাড়াও ব্যক্তিগত বিভাগের সোনা জিতে হ্যাটট্রিক করেন তিনি। তীরন্দাজি বিশ্বকাপে এই নিয়ে চতুর্থবার স্বর্ণপদক জয় লাভ করলেন এই মহিলা তীরন্দাজ। আর তারপরই তিনি জানান, “এই প্রথমবার বিশ্বকাপে আমি তিনটি সোনা জিতলাম। আমি ভীষণ খুশি তবে এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় রয়েছে তার জন্য আরও বেশি প্রস্তুতি করতে হবে। “

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে । এম ভারত নিউজ

উত্তরবঙ্গকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আজকের আকাশ ছিল পরিষ্কার,তবে উত্তরবঙ্গে মঙ্গলবার সকাল থেকেই চলবে ভারী বৃষ্টির উৎপাত।আবহায়া দপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার সকালে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ২৯ জুন মঙ্গলবার থেকে উত্তবঙ্গের পাঁচ জেলা […]

Subscribe US Now

error: Content Protected