ঘরের মাঠে অবিশ্বাস্য হার জার্মানির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 11 Second

সময়টা একেবারে ভালো যাচ্ছে না জার্মানির জাতীয় দলের। প্রথমে ২০১৮ সালে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়, তারপর একের পর এক অবিশ্বাস্য হারে জেরবার জার্মানির জাতীয় দল। কিন্তু বৃহস্পতিবার যা হলো, তা কখনো স্বপ্ন হয়তো কল্পণা করতে পারেননি জোয়াকিম লো ও তার ছেলেরা।

নিজেদের ঘরের মাঠে অনামী মেসিডোনিয়ার কাছে ১-২ গোলে হেরে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। যদিও ম্যাচের শুরু থেকে খেলার রাশ ছিল জার্মানির হাতেই। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষের দিকে ইনজুরি টাইমে স্রোতের বিপরীতে এক গোলে এগিয়ে যায় মেসিডোনিয়া। যদিও তারপর মুহুর্মুহু আক্রমণে ৬৩ মিনিটে খেলায় সমতা ফেরায় জার্মানি। ৬৩ মিনিটে জার্মান উইঙ্গার লিওরি সানেকে বক্সে ফাউল করা হলে পেনাল্টি থেকে সমতা ফেরান মিডফিল্ডার গুন্ডয়ান। এরপর অনেকগুলি সহজ সুযোগ নষ্ট করে জার্মানি, আর যেই ভুলের খেসারত তাদের দিতে হয় ম্যাচটিকে হেরে। ম্যাচের একেবারে শেষ দিকে বক্সের মধ্যে আদেমির কাটবে থেকে গোল করে উত্তর মেসিডোনিয়াকে জয়সূচক গোলটি এনে দেন এলিফ এলমার।

এই জয়ের ফলে যোগ্যতা অর্জন পর্বের খেলায় তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে জার্মানিকে টপকে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এল উত্তর মেসিডোনিয়া। এই জয় উত্তর মেসিডোনিয়ার ফুটবল ইতিহাসে এক অন্যতম নিদর্শন হয়ে থাকবে, একথা বলাই বাহুল্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

"খাকি পরে দাগ নেব না," মমতাকে সপাটে জবাব নগেন্দ্র ত্রিপাঠীর । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রামে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই এক আইপিএসকে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে কথা বলতে দেখা গেলো । বয়ালের ৭ নম্বর বুথে তৃণমূল এজেন্টকে বসতে না দেওয়া নিয়ে চরম অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল । তা খতিয়ে দেখতেই রেয়াপাড়ার বাড়ি ছেড়ে রাস্তায় নামেন মমতা, সোজা […]

Subscribe US Now

error: Content Protected