২২ গজে নামার আগেই হুংকার বিরাটের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 57 Second

ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে ২২ গজে নামার আগেই হুংকার বিরাটের।জানা যায়, শাহিদ আফ্রিদিকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন ট্রেন্ট বোল্ট। তবে আত্মবিশ্বাসী ট্রেন্ট বোল্ট ২২ গজের এই যুদ্ধে শাহিদ আফ্রিদির মতোই ভারতীয় ব্যাটাদের পরাস্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন। জানা যাচ্ছে আগামীকালের এই ম্যাচে ভারতীয় ব্রিগেডকে হাওয়ায় ওড়াতে চান বাঁহাতি এই পেস বোলার। নিজের দক্ষতার জোরে ভারতীয় দলকে হুমকি দিলেন এই পেস বোলার। তবে এতে মোটেও বিচলিত হননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আগামীকাল এই ডু অর ডাই ম্যাচে নামার আগে আরও একবার হুংকার দিতে দেখা গেল ভারতীয় অধিনায়ককে। আজকের এই সাংবাদিক সম্মেলনে তাঁর গলায় আত্মবিশ্বাস স্পষ্ট ভাবে প্রকাশ পায়।

এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় দল নিজেদেরকে প্রদর্শন করে চলেছেন। তাই আন্তর্জাতিক বোলারকে মোকাবিলা করা আমাদের কাছে নতুন কোনও বিষয় নয়। ট্রেন্ট বোল্ট যদি শাহিদ আফ্রিদিকে দেখে উদ্ভূত হয়ে থাকেন, তাহলে আমরাও তাঁর ওপর পাল্টা হামলা করার বিষয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী। কারণ তাঁর বিরুদ্ধে অতীতে অনেক বার খেলা হয়েছে। “

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তৃণমূলে প্রত্যাবর্তন ঘটতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। এম ভারত নিউজ

আবারও তৃণমূলে প্রত্যাবর্তন ঘটতে পারে প্রাক্তন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। জানা যাচ্ছে আজই ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেই তৃণমূলে যোগদান করতে পারেন তিনি। বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর আগেই জানুয়ারি মাসে তৃণমূল ছেড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তার পরই যোগদান করেছিলেন বিজেপিতে।আর সেই সময় রাজীব বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন একাধিক […]

Subscribe US Now

error: Content Protected