নয়া বিচার বিভাগীয় প্রধান পেল ইরান। হ্যাঁ আজই পূর্বে নির্বাচিত হওয়া রাষ্ট্রপতির পরিবর্তে নয়া বিচার বিভাগীয় প্রধান নিয়োগ করলেন ইরানের সর্বোচ্চ নেতা। সংবাদ মাধ্যমে পাওয়া তথ্য অনুসারে জানা গেছে, গোলাম হোসেইন মহসেনী এজাহীকে নয়া বিচার বিভাগীয় প্রধান হিসেবে বেছে নেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বর্তমান বিচার বিভাগীয় প্রধান পূর্বেও এই পদের দায়িত্ব সামলেছেন। তাই আগামী দিনে তাঁকে দেশের সকল নাগরিককে ন্যায়বিচার পাইয়ে দিতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রনেতা।
প্রাক্তন বিচার বিভাগীয় প্রধান ইব্রাহিম রাইসি জুনের শুরুর দিকে রাষ্ট্রপতি নির্বাচনের সময় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রপতি হিসেবে জয়লাভ করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য ইরানের রাষ্ট্রনেতা দ্বারা নিযুক্ত এই নয়া বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেইন মহসেনী এজাহী, একজন ৬৪ বছর বয়সী ভদ্রলোক। যিনি এর আগেও উপ বিচার বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। তাছাড়াও পূর্বে প্রসিকিউটর জেনারেল এবং গোয়েন্দা মন্ত্রী হিসেবে কাজ করেছেন তিনি। ইরানীয় আইন অনুসারে, ইরানের রাষ্ট্রনেতার হাতেই ইরানের বিচার বিভাগীয় প্রধান সহ, অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও মিলিটারি কমান্ডার নিয়োগ করার ক্ষমতা রয়েছে।