হাসপাতালে ভর্তি হলেন সমাজবাদী দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 42 Second

হাসপাতালে চিকিৎসারত সমাজবাদী দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। তাঁকে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, বেশ কয়েকদিন ধরেই শারীরিক অস্বস্তি হচ্ছিল তাঁর । পরবর্তীতে তা বাড়াবাড়ি হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত কোন মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে প্রাথমিক চিকিৎসার পরে একাধিক পরীক্ষা করতে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য বার্ধক্যজনিত কারণেই দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন তিনি। গত বছর মে মাসে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তীব্র পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলে জানা যায় তাঁর মূত্রনালীতে সংক্রমণ ঘটেছে। শুধু তাই নয় , তা থেকে মুক্তি পেলেও পরবর্তীতে করোনা আক্রান্ত হয়ে গত অক্টোবর মাসে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। প্রসঙ্গত উল্লেখ্য , বর্ষীয়ান এই নেতা ১৯৯৯ সালের ১লা জুন থেকে ১৯৯৮ সালের ১৯ মার্চ পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারতীয় ভ্যাকসিন গ্রহণকারীদের ভ্রমণে ছাড়পত্র দিল এস্টোনিয়া । এম ভারত নিউজ

ভারতীয় অনুমোদিত ভ্যাকসিনগুলি নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সর্বপ্রথম দেশ এস্টোনিয়া, যারা ভারতীয় অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করা ব্যক্তিদের ভ্রমণের ছাড়পত্র দিয়েছে। অর্থাৎ কোন ব্যক্তি যদি ভারতে তৈরি কোভিশিল্ড এবং কোভ্যাকসিন নিয়ে থাকেন তাঁরা অনায়াসে এস্টোনিয়াতে ভ্রমণ করতে পারবেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে পর থেকেই ভারতের […]
foreign_07

Subscribe US Now

error: Content Protected